ED Raid at Ipac Office: আইপ্যাকের অফিস থেকে কী কী হাতিয়ে নিতে ইডির অভিযান? বিস্ফোরক অভিযোগ মমতার! হার্ডডিস্ক, প্রার্থীতালিকা...
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
ED Raid at Ipac Office: প্রথমে প্রতীক জৈনের বাড়িতে ও পরে সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে চলে আসেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: ভোটের বাংলা তোলপাড়। তৃণমূল কংগ্রেসের গোপন নথি হাতাতেই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির একটি পুরনো মামলায় সল্টলেকে আইপ্যাকের (রাজ্যের শাসক দল তৃণমূলের পরাদর্শদাতা সংস্থা) অফিস ও ভোটকুশলী সংস্থার কর্ণধারের বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা।
advertisement
আর এরই মধ্যে প্রথমে প্রতীক জৈনের বাড়িতে ও পরে সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে চলে আসেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি অভিযোগ করেন যে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থীতালিকা, প্রচার সংক্রান্ত গোপন নথির জন্য আইপ্যাকের অফিস ও প্রতীকের বাড়িতে ইডি তল্লাশি করছে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘তৃণমূলের আইটি অফিসে ইডির হানা দুর্ভাগ্যজনক। আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, দলের কৌশল, দলের পরিকল্পনা নিতে ইডি এসেছে। এটা কি ইডির দায়িত্ব? এটা কি অমিত শাহের দায়িত্ব? সবথেকে কদর্য স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী। যিনি দেশকে রক্ষা করতে পারেন না। উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? আমি যদি বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, সেটার ফল কী হবে?’
advertisement
মুখ্যমন্ত্রী যখন সেই কথাগুলো বলছিলেন, তখন তাঁর হাতে একটি সবুজ ফাইল ছিল। মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই ফাইলে তৃণমূলের গোপন নথি আছে। প্রতীক তাঁর দল তৃণমূলের আইটি (তথ্যপ্রযুক্তি) ইনচার্জ। ইডি অভিযানের সময় তিনি আইপ্যাকের কর্ণধারকে ফোন করেন। তারপরই চলে আসেন লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে। সেখান থেকে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে আসেন মুখ্যমন্ত্রী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 2:22 PM IST









