দুর্গাপুর ধর্ষণকাণ্ডে মোড় ঘোরানো খবর... হাতে নাতে ধরা, ১০ দিনের জেল হেফাজত ধৃতদের

Last Updated:

প্রথমে তিনজন মোবাইল কেড়ে নেয় এবং একজন ধর্ষণ করে বলে অভিযোগ৷ এরপর এই তিনজন সেখান থেকে চলে যায়৷ পরে অন্য দু’জন আসে৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ড্রোন উড়িয়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গলে তদন্ত চালাচ্ছে৷ ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালত।

News18
News18
দুর্গাপুর: দুর্গাপুরের বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় রবিবার সকালেই তিন অভিযুক্তকে গ্রেফতার করার খবর সামনে এসেছিল। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের পরেই কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, পুরো বিষয়টির তদন্ত করা হচ্ছে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওড়িশা-সহ অন্য বিজেপি-শাসিত রাজ্যে ধর্ষণের যে অভিযোগ ওঠে, তা নিয়েও আক্রমণ করেন তিনি।
নির্যাতিতা তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। তরুণীর পরিবার জানিয়েছ, গত ১০ অক্টোবর রাত সাড়ে ৮টা নাগাদ ওই পড়ুয়া কলেজের বাইরে খেতে বেরিয়েছিলেন। সেই সময় কয়েকজন যুবক তরুণীকে গণধর্ষণ করে। তারপরেই ডাক্তারি পড়ুয়ার মোবাইলটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
advertisement
প্রথমে তিনজন মোবাইল কেড়ে নেয় এবং একজন ধর্ষণ করে বলে অভিযোগ৷ এরপর এই তিনজন সেখান থেকে চলে যায়৷ পরে অন্য দু’জন আসে৷ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দুর্গাপুর নিউ টাউনশিপ থানা ড্রোন উড়িয়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান এলাকার জঙ্গলে তদন্ত চালাচ্ছে৷ ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুর ধর্ষণকাণ্ডে মোড় ঘোরানো খবর... হাতে নাতে ধরা, ১০ দিনের জেল হেফাজত ধৃতদের
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement