শনির দুরন্ত চালে ডাবল ধামাকা তিন রাশির! সূর্যপুত্রের আশীর্বাদে ভাগ্য ফিরবে কাদের? প্রেম-চাকরি-ব্যবসা সবজায়গাতেই উন্নতির শিখরে কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ শাস্ত্রে শনিকে কর্মফলদাতা হিসাবে বলা হয়। কারণ, শনিদেব সাধারণত ব্যক্তির কর্মফল অনুসারেই তাঁদের ফলপ্রদান করে থাকেন। তাই জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা হিসাবেও ধরা হয়ে থাকে।
জ্যোতিষ শাস্ত্রে শনিকে কর্মফলদাতা হিসাবে বলা হয়। কারণ, শনিদেব সাধারণত ব্যক্তির কর্মফল অনুসারেই তাঁদের ফলপ্রদান করে থাকেন। তাই জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের দেবতা হিসাবেও ধরা হয়ে থাকে।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এই সময় শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। এই বছর জুলাই মাস থেকেই তিনি সেখানে রয়েছেন এবং আগামী ২৭ নভেম্বর ২০২৫ সাল পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।
advertisement
বৈদিক জ্যোতিষ শাস্ত্রমতে ২৮ নভেম্বর সকালে শনি মার্গী অবস্থায় ফিরে আসবেন। ফলে শনির এই চালে ১২ রাশির উপরে প্রভাব ফেলতে চলেছে। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে এই মার্গী অবস্থার সুপ্রভাব পড়তে চলেছে।
advertisement
মিথুন রাশি- মিথুন রাশির পক্ষে শনির এই বক্রী দশা জীবনে সফলতা এবং প্রগতি নিয়ে আসতে চলেছে। এই সময় আপনি কার্যক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। একইসঙ্গে এই সময় ব্যবসায় এবং আর্থিক স্থিতিতে ভাল হতে চলেছে। এই সময় জীবনে কোনও ঝামেলা হলেও তা কথাবার্তার মাধ্যমে ঠিক হয়ে যাবে।
advertisement
কর্কট রাশি- এই রাশির জাতক/জাতিকাদের শনির বক্রী চালে আপনাদের জীবনে শুভ পরিণাম দেবে। এই সময় আপনার কর্মে শুভ ফলপ্রদান হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। এই সময় পারিবারিক মহলে আপনার ভাল সময় কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। আর্থিক স্থিতি ভাল হতে চলেছে।
advertisement
সিংহ রাশি- সিংহ রাশির শনির বক্রী চালে ভাগ্যবান হতে চলেছে এই রাশির জাতক/জাতিকারা। এই সময় লম্বা সময় ধরে আটকে থাকা কোনও কাজ পূর্ণ হতে পারে। প্রফেশনাল বা চাকরিক্ষেত্রে ভাল সময় আসতে চলেছে। এই সময় আর্থিক দিক থেকে ভাল সময় থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে ভাল ফল পেতে চলেছে। এছাড়াও এই সময় তাড়াহুড়ো থেকে দূরে থাকবেন।
advertisement