Rakhi Sawant New Video: সাদা তোয়ালেতে ক্যামেরার সামনে, এ কী হয়েছে রাখি সাওয়ান্তের? তাঁকে চেনাই দায়! 'ড্রামা ক্যুইন'-এর নয়া ভিডিওতে শোরগোল

Last Updated:

অবশেষে ফের খবরে বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন' রাখি সাওয়ান্ত! বহুদিন শীতঘুমে ছিলেন, অতঃপর তিনি ফিরলেন এবং মোবা ফাটালেন! বহুদিন বড় পর্দা, সোশ্যাল মিডিয়া থেকে গায়েব থাকার পর আচমকাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট রাখির! এ কোন রাখি? এ তো চেনাই দায়! ভোল পাল্টেছে ১৮০ ডিগ্রি

এ কোন রাখি? এ তো চেনাই দায়! ভোল পাল্টেছে ১৮০ ডিগ্রি!
এ কোন রাখি? এ তো চেনাই দায়! ভোল পাল্টেছে ১৮০ ডিগ্রি!
মুম্বই: অবশেষে ফের খবরে বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ রাখি সাওয়ান্ত! বহুদিন শীতঘুমে ছিলেন, অতঃপর তিনি ফিরলেন এবং মোবা ফাটালেন! বহুদিন বড় পর্দা, সোশ্যাল মিডিয়া থেকে গায়েব থাকার পর আচমকাই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট রাখির! এ কোন রাখি? এ তো চেনাই দায়! ভোল পাল্টেছে ১৮০ ডিগ্রি!
সাদা তোয়ালে পরে ক্যামেরার সামনে ‘বিতর্কিত রানি’, সঙ্গে সেই ‘ট্রেডমার্ক ড্রামা’! ফ্যানেদের উদ্দেশ্য করে রাখি বলেন, ” আর অপেক্ষা করতে পারছি না! আমি ভারতে ফিরছি।” ভিডিও জুড়ে চলছে তোয়ালে নিয়ে রাখির নানা কসরত! তোয়ালের আড়ালে-আবডালে কত না খেলা! এই তোয়ালে খুলছেন, এই ঢাকছেন! অবশেষে সামনে এল কালো স্যুইম সুটে রাখি।
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Filmy Ape (@filmyape)

advertisement
advertisement
রাখি মানেই বিতর্ক, রাখি মানেই চর্চা। তিনি কী যে বলেন, কী যে করেন, তা সিংহভাগেরই বোধগম্য হয় না! তবে শত নিন্দুকেরাও স্বীকার করবেন, সর্বদা কীভাবে লাইমলাইটের শীর্ষে থাকতে হয়, তা তাঁর কাছ থেকে শিখতে হয়। চলতি বছর তৃতীয় বিয়ে নিয়ে কথা বলে চর্চায় এসেছিলেন তিনি। শোনা গিয়েছিল, তিনি নাকি পুলিশে কর্মরত পাত্রকে বেছে নিয়েছেন, নাম দোদি খান। তিনি নাকি একাধারে পুলিশ, আবার অভিনেতাও। পাকিস্তানে গিয়ে নাকি বহু বিয়ের প্রস্তাব পেয়েছেন রাখি। সেখান থেকেই বেছে নিয়েছেন দোদিকে। তার আগে দু’বার বিয়ে করেছেন রাখি সাওয়ান্ত। শেষ বার তো ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদিও দু’বারই ব্যর্থ হয় রাখির বিয়ে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rakhi Sawant New Video: সাদা তোয়ালেতে ক্যামেরার সামনে, এ কী হয়েছে রাখি সাওয়ান্তের? তাঁকে চেনাই দায়! 'ড্রামা ক্যুইন'-এর নয়া ভিডিওতে শোরগোল
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement