Smriti Mandhana : বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন ভারতের স্মৃতি মন্ধানা, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন বিরাট রেকর্ড

Last Updated:

Smriti Mandhana- মহিলাদের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার স্মৃতি মন্ধানা রবিবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন। তিনি বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার, যিনি কোনও একটি ক্যালেন্ডার বছরে মহিলাদের ওয়ানডে ম্যাচে ১০০০ রান পূর্ণ করলেন।

News18
News18
কলকাতা : মহিলাদের ক্রিকেটে বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার স্মৃতি মন্ধানা রবিবার ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন। তিনি বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার, যিনি কোনও একটি ক্যালেন্ডার বছরে মহিলাদের ওয়ানডে ম্যাচে ১০০০ রান পূর্ণ করলেন।
২০২৫ সালের এটি তাঁর ১৮তম ওয়ানডে ম্যাচ, যেখানে স্মৃতি মন্ধানা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনমে খেলছিলেন। এই ম্যাচে নামার আগে তাঁর ১০০০ রান পূর্ণ করতে ১৮ রানের প্রয়োজন ছিল। তিনি সেই লক্ষ্য পূরণ করেন অষ্টম ওভারের তৃতীয় বলে সোফি মোলিনিউকে ছক্কা মেরে।
এর আগে ২০২৫ আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন ভারতের তৃতীয় ম্যাচে মন্ধানা অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার বেলিন্ডা ক্লার্কের সেই রেকর্ড ভেঙে দেন, যিনি এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক রান করেছিলেন। চলতি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে স্মৃতি মন্ধানা মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান পূর্ণ করেন। এখনও পর্যন্ত মাত্র চারজন ব্যাটারই মহিলাদের ওয়ানডেতে ৫০০০ রানের বেশি করতে পেরেছিলেন।
advertisement
advertisement
এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মিতালি রাজ। মিতালি তাঁর ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারে (১৯৯৯ থেকে ২০২২) মোট ২৩২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং মোট ৭৮০৫ রান সংগ্রহ করেছেন।
আরও পড়ুন- রোহিত-কোহলির বিশ্বকাপ খেলার উপর চরম শর্ত চাপিয়ে দিল বিসিসিআই! না মানলেই শেষ কেরিয়ার
তাঁর পরেই রয়েছেন: ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস, নিউজিল্যান্ডের সুজি বেটস, ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর, স্মৃতি মন্ধানা। ভারতীয় দল ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন উইকেটে হেরেছিল। গতবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে মন্ধানা মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Smriti Mandhana : বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন ভারতের স্মৃতি মন্ধানা, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে করলেন বিরাট রেকর্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement