Virat Kohli- Rohit Sharma: রোহিত-কোহলির বিশ্বকাপ খেলার উপর চরম শর্ত চাপিয়ে দিল বিসিসিআই! না মানলেই শেষ কেরিয়ার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Virat Kohli- Rohit Sharma: টেস্ট থেকে অবসর, তারপরে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েও একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব গিয়েছে রোহিতের। ছন্দে থাকার পরেও রোহিত এবং কোহলির কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন চিহ্ন।
টেস্ট থেকে অবসর, তারপরে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েও একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব গিয়েছে রোহিতের। ছন্দে থাকার পরেও রোহিত এবং কোহলির কেরিয়ার নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন চিহ্ন।
advertisement
এবার রোহিত শর্মা এবং বিরাট কোহলির একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলা নিয়ে শর্ত চাপাল বিসিসিআই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জায়গা পেলেও যদি ২০২৭ বিশ্বকাপ খেলতে চান, তবে মানতে হবে শর্ত।
advertisement
রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ঘরোয়া ক্রিকেটে খেলাতে চাইছে বোর্ড। এমনিতেই টি২০ এবং টেস্ট ক্রিকেটের চাপে একদিনের ক্রিকেট কম খেলে ভারত।
advertisement
তাই অস্ট্রেলিয়ার পরে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং নিউজিল্যান্ড সিরিজের মাঝে বিজয় হাজারে ট্রফিতে রোহিত এবং কোহলিকে খেলতে হবে এমনই চাইছে বোর্ড।
advertisement
সংবাদ সংস্থা পিটিআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এক বোর্ড কর্তা বলেন, "দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড সিরিজের মধ্যে পাঁচ সপ্তাহ ফাঁকা, এই সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত-কোহলিকে। দুই সিরিজের মাঝে বিজয় হাজারের ছ'টা ম্যাচ হবে। তার মধ্যে অন্তত তিনটে ম্যাচ খেলতে হবে রোহিতকে, কোহলিকেও তাই করতে হবে। তার পরেই বিশ্বকাপের জন্য ওদের নাম ভাবা যেতে পারে"।