Wall: বাড়ির বাইরে, বাথরুম, রান্নাঘরের দেওয়ালে জমেছে কালো কালো শ্যাওলা, ফাঙ্গাস! বড় ক্ষতি, এই ১ টি জিনিসেই ম্যাজিকের মতো হবে গায়েব
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
advertisement
অ্যালার্জি, ইনফেকশন, মাথাব্যথা, ত্বকে চুলকানি, ক্লান্তি, শ্বাসকষ্ট এবং অ্যাজমার মতো সমস‍্যা আসতে পারে বা থাকলে বেড়ে যেতে পারে। শুধু জল দিয়ে ধুলে এই শ‍্যাওলা সরানো যায় না। বা একবার ধুয়ে দিলে আবার জন্মায়। তবে কয়েকটি ঘরোয়া জিনিস দিয়ে ধুলে সহজেই নির্মূল করা যাবে শ‍্যাওলাকে।
advertisement
advertisement
আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির মতে, বাড়ির ভিতরে জন্মানো কালো ফাঙ্গাস কমানোর সবচেয়ে ভাল উপায় হল আর্দ্রতা নিয়ন্ত্রণ করা। যদি আপনি বাড়ির ভিতরের আর্দ্রতা ৫০ শতাংশ পর্যন্ত রাখেন, দেয়াল থেকে লিকেজ বন্ধ করেন, বাড়ির ভেন্টিলেশন ঠিক করেন তাহলে অনেকাংশে ফাঙ্গাসের বৃদ্ধি এবং পুনরায় হওয়ার সম্ভাবনাগুলি কমাতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
