Dilip Ghosh: শমীকের সঙ্গে বৈঠকের পরই দিল্লি থেকে ফোন, বিজেপিতে ফিরছে দিলীপের দাপট?

Last Updated:

তড়িঘড়ি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে আগামীকাল সকালেই দিল্লি উড়ে যাচ্ছেন দিলীপ ঘোষ। বর্তমান রাজ্য সভাপতি সঙ্গে বৈঠকের পরই কেন্দ্রীয় নেতৃত্বের দিল্লি ডাক জল্পনা বাড়াচ্ছে। তাহলে কি এবার গুরুত্বপূর্ণ পদে অসীন হতে পারেন দিলিপ ঘোষ?

শমীককে শুভেচ্ছা দিলীপের৷
শমীককে শুভেচ্ছা দিলীপের৷
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর থেকেই দলে কার্যত কোণঠাসা হয়েছেন দিলীপ ঘোষ। লোকসভা ভোটে তাঁর জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেন স্থান পরিবর্তনের কারণেই জেতা আসন হারাতে হয়েছে বিজেপিকে অন্যদিকে হারতে হয়েছে বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষকে।
বিজেপির অন্দরে হোক বা বাইরে এখনও অনেকেই দিলীপ ঘোষকেই বিজেপির সফলতম রাজ্য সভাপতি বলে অকপটে স্বীকার করেন। দিলীপ ঘোষের ক্যারিশমা এখনও যে বিজেপিতে বহাল তবিয়েতে আছে, বর্তমান সেটা যে কোনও জনসভা কিংবা কর্মসূচিতে তাঁর উপস্থিতিতে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে প্রমাণিত হয়।
তবে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে সাড়া দেওয়া এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব ক্রমশ চওড়া হয়েছে দিলীপের। দলীয় কর্মসূচি থেকে কার্যত ব্রাত্য হয়ে গিয়েছেন দিলীপ। কিন্তু সংগঠনের কাজ চালিয়ে গিয়েছেন নিজের মতোই। তার মধ্যেই গত কয়েকদিন ধরে তাঁর দলবদলের জল্পনাও জোরাল হয়েছে৷
advertisement
advertisement
মঙ্গলবার বিজেপির সল্টলেক দফতরে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আমন্ত্রণে হাজির হয়ে তাঁকে শুভেচ্ছা জানান দিলীপ। তাঁর বক্তব্যে একাধিক রাজনৈতিক বার্তাও দেন তিনি। তবে এরই মধ্যে উল্লেখযোগ্য বিষয় বিজেপির মুখ্য কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের ডাকে আজ সকালেই দিল্লি রওনা দিচ্ছেন দিলীপ ঘোষ। বিজেপি সুত্রে খবর, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং আরএসএসের উচ্চতর নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন দিলীপ ঘোষ। আজ সকাল সাড়ে আটটা নাগাদ বিমানবন্দর থেকে সস্ত্রীক দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা দিলীপ ঘোষের।
advertisement
প্রশ্ন উঠছে তাহলে কি দলে এবার গুরুত্ব বাড়তে চলেছে দিলীপ ঘোষের? শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর একথা স্পষ্ট করেছেন দলে গুরুত্ব বাড়বে পুরনোদের। তাহলে এবার কি অভিমানের পাহাড় ভেঙে ছন্দে ফিরবেন দিলীপ? সূত্র মারফতে এমনও জানা যাচ্ছে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত হতে চলেছেন দিলীপ ঘোষ।
সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল দিলীপ ঘোষকে মঙ্গলবার  বিকেলে ফোন করে দিল্লিতে তলব করেছেন।দিল্লির আরএসএস নেতা অরুণ কুমারের সঙ্গেও সাক্ষাত করার কথা দিলীপের। সব কিছু ঠিক থাকলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে জে পি নাড্ডা , সুনীল বনসলদের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পরই দিল্লিতে ডাক পেলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: শমীকের সঙ্গে বৈঠকের পরই দিল্লি থেকে ফোন, বিজেপিতে ফিরছে দিলীপের দাপট?
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement