Dilip Ghosh: 'দম থাকলে গ্রেফতার করে দেখান', দলিল কাণ্ডে মমতাকে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Dilip Ghosh: দিলীপ ঘোষের দলিলের বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি তুলেছিলেন।
#কলকাতা: মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন। বুধবার একই দাবি তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুর্নীতি-কাণ্ডে ধৃত 'মিডলম্যান' প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের একটি বাড়ির দলিল উদ্ধার হয়। তারপরই শোরগোল পড়ে যায়। যদিও পাল্টা দিলীপ ঘোষ বলেছিলেন, ''কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি।'' আর মুখ্যমন্ত্রীর দাবির পর ফের আসরে নামলেন দিলীপ। এবার বললেন, ''উনি গ্রেফতার করতে পারেন তো। উনি পুলিশ মন্ত্রী। দম থাকলে করে দেখান। চোরেদের পার্টিকে চালাচ্ছেন, আর আমার দিকে আঙুল তুলছেন।''
উল্লেখ্য, দিলীপের দলিলের বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি তুলেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার গ্রেফতারির দাবি তোলেন। আর বুধবার আসরে নামেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মমতা বলেন, ''অর্পিতার বাড়ি থেকে টাকা পেয়েছে, তুমি গ্রেফতার করেছ৷ আপনার নেতার দলিল পাওয়া যাচ্ছে অভিযুক্তর বাড়ি থেকে, তাঁকে কেন আইনত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।''
advertisement
advertisement
যদিও তার আগেই দিলীপ ঘোষ বলেন, ''কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি, তদন্ত করুক CID। তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি, প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি।'' এরপর ফের বৃহস্পতিবার চ্যালেঞ্জের সুরে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন তিনি।
advertisement
অপরদিকে, মিনখাঁয় তৃণমূল নেতার বাড়িতে বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যুর বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ''তৃণমূল কুটির শিল্প তৈরি করেছে গ্রামে গঞ্জে। বোমা বাড়ি বাড়িতে তৈরি হচ্ছে, পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপরে বসে আছে। আমরা বারবার বলছি। যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন তৃণমূলের নেতারা, দখল করতে হবে পঞ্চায়েত ইলেকশন। রক্তাক্ত করার জন্য চক্রান্ত চলছে। পুলিশ সব জানে। বোমা ফেটে যাচ্ছে বলে পাবলিক জানতে পারছে, না হলে কত বোমা লুকিয়ে রাখা হয়েছে, তার যে কী ভয়ঙ্কর পরিণাম হবে! এর থেকে বোঝা যাচ্ছে সরকার যদি না চায় এগুলো বন্ধ হবে না। সরকার চাইছে আরও ভয়ের পরিবেশ তৈরি করে গন্ডগোল হোক। তাহলে তারা পঞ্চায়েত জিততে পারবে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 10:45 AM IST