'জয় শ্রী রাম'-এর পাল্টাই কি বন্দে ভারতে ইট? শুভেন্দুর পরে এবার প্রশ্ন দিলীপেরও

Last Updated:

দিলীপ ঘোষের সংযোজন, "আমরা দেখেছি, স্টেশনে স্টেশনে কী বিপুল উন্মাদনা! ট্রেনকে স্বাগত জানানোর জন্য মানুষের সীমাহীন উৎসাহ। মানুষ এই ট্রেনকে আন্তরিকভাবে নিয়েছেন। এতে মুখ্যমন্ত্রী বোধহয় খুব কষ্ট পেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, জনতাকেও এগোতে দিচ্ছেন না। যাঁরা এগোতে চাইছেন, তাঁদের পাথর মারা হচ্ছে।"

#কলকাতা: বন্দেভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর তিনদিনের মধ্যেই দু'বার হামলা। প্রথমবার মালদহের পরে দ্বিতীয়বার নিউ জলপাইগুড়ি। বন্দে ভারতকে লক্ষ্য করে দুবার পর পর ইটছোড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ভারতের প্রথম সেমি বুলেট ট্রেন। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনৈতিক ডামাডোলের মধ্যে পড়ে ক্ষতির শিকার হচ্ছে সরকারি সম্পত্তি। যুযুধান তৃণমূল-বিজেপি।
বন্দেভারত এক্সপ্রেসের উপরে ইট ছোড়ার ঘটনায় বুধবার ফের তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি প্রশ্ন তোলেন, "অনেকেই সন্দেহ করছেন, 'জয় শ্রীরামে'র বদলা পাথর ছুড়ে করা হচ্ছে না তো? কাশ্মীরে দেশপ্রেমীদের পাথর ছুড়ে মারা হতো।"
advertisement
advertisement
এরপরে দিলীপ ঘোষের সংযোজন, "আমরা দেখেছি, স্টেশনে স্টেশনে কী বিপুল উন্মাদনা! ট্রেনকে স্বাগত জানানোর জন্য মানুষের সীমাহীন উৎসাহ। মানুষ এই ট্রেনকে আন্তরিকভাবে নিয়েছেন। এতে মুখ্যমন্ত্রী বোধহয় খুব কষ্ট পেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গকে পিছন দিকে নিয়ে যাচ্ছেন, জনতাকেও এগোতে দিচ্ছেন না। যাঁরা এগোতে চাইছেন, তাঁদের পাথর মারা হচ্ছে।"
এই ধরনের ঘটনায় আদতে রাজ্যের মানুষের বদনাম হচ্ছে বলে মনে করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "দেশীয় প্রযুক্তি কাজে লাগিয়ে, অধ্যাবসায় দিয়ে আমরা এই সেমি বুলেট ট্রেন তৈরি করেছি। এ রাজ্যের মানুষ কি সেটা নেওয়ার জন্য তৈরি? কি তাদের মানসিকতা? এই মানসিকতা নিয়ে আমরা কি বাকি দেশ, বাকি দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব? যারা করছে, তাদের কিছু লোক উৎসাহ দিচ্ছে। আমাদের রাজ্যকে বদনাম করছে। রাজ্যের উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া। "
advertisement
বন্দেভারতে ইট ছোড়ার ঘটনার পরে ট্যুইট করে ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 'এই ঘটনা দুর্ভাগ্য়জনক। দেশের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য় করে পাথর ছোড়া হল পশ্চিমবঙ্গের মালদহ জেলায়। এটা কি উদ্বোধনের দিন জয় শ্রীরাম স্লোগান দেওয়ার বদলা? প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে আমার আর্জি, দোষীদের ধরে শাস্তি দিতে এই ঘটনার তদন্ত ভার এনআইএ- কে দেওয়া হোক।' শুভেন্দুর সুরে একই অভিযোগ এনেছেন বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারও।
advertisement
যদিও এই ঘটনায় পাল্টা বিজেপি-র বিরুদ্ধেই চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "বন্দে ভারত এক্সপ্রেস বা যে কোনও ট্রেনেই এ ভাবে পাথর মারা উচিত নয়৷ প্রশ্ন হচ্ছে করল কারা? যাঁরা সকাল থেকে এসব বলছেন , তাঁরাই এইসব করছেন কি না দেখা হবে। যাঁরা এনআইএ দাবি করছেন, তাঁরা জেনে রাখুন উত্তর প্রদেশেও এই ট্রেন তিনবার আক্রান্ত হয়েছে। ট্রেন থেকে টাকা চুরি হয়েছে। উত্তরপ্রদেশে ইট মারার ঘটনা বেশি ঘটেছে। তবে কোথাওই ট্রেনে ইট মারা উচিত নয়। ট্রেন রাগ দেখানোর জায়গা নয়। আসলে নিজেরা সস্তা রাজনীতি করছে।"
advertisement
জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার মুখে বন্দেভারত এক্সপ্রেসের উপরে আছড়ে পরে ইটবৃষ্টি। হামলায় ক্ষতিগ্রস্ত হয় C6, C3 কামরা। ফেটে যায় জানলার কাচ। ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর হাওড়ায় বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে 'জয় শ্রীরাম' স্লোগান তুলেছিলেন কয়েকজন বিজেপি বিধায়ক। প্রতিবাদে সেদিন অনুষ্ঠানে মূল মঞ্চে ওঠেননি মমতা।
advertisement
সৌরভ তিওয়ারি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'জয় শ্রী রাম'-এর পাল্টাই কি বন্দে ভারতে ইট? শুভেন্দুর পরে এবার প্রশ্ন দিলীপেরও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement