TMC to Modi Government: কেন্দ্রে গঠন হয়নি কোনও সংসদীয় কমিটি, স্ক্রুটিনি ছাড়াই হচ্ছে বিল পাশ! এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল

Last Updated:

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে শরিকদের উপর ভর করে সরকারে এসেছেন মোদি। বিরোধীদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সংসদীয় কমিটিগুলিতেও এবার গুরুত্ব বাড়বে বিরোধীদের। সেকারণেই সম্ভবত সংসদীয় কমিটি গঠনে এত ঢিলেমি করছে কেন্দ্রের মোদি সরকার।

কলকাতা: কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রকের সংসদীয় কমিটি গঠন হয়নি। যার জেরে স্ক্রুটিনি ছাড়াই গুরুত্বপূর্ণ বিল পাশ করাচ্ছে সরকার। এমনই অভিযোগে এবার সরব হল তৃণমূল কংগ্রেস। নতুন সরকার গঠনের ৪ মাস সময় পেরিয়ে গেলেও মন্ত্রকগুলির কমিটি গঠনের দিকে নজর নেই মোদি সরকারের। এবার দ্রুত কমিটি গঠনের দাবিতে মোদি সরকারের মন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। চিঠিতে দ্রুত সংসদীয় কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
ডেরেকের দাবি, সরকার আশ্বাস দিয়েছিল বাদল অধিবেশন শেষ হওয়ার আগেই সংসদের সব মন্ত্রকের কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু অগাস্ট পেরতে চললেও এসব নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই মোদি সরকারের। দ্রুত সব সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান তিনি।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে শরিকদের উপর ভর করে সরকারে এসেছেন মোদি। বিরোধীদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে সংসদীয় কমিটিগুলিতেও এবার গুরুত্ব বাড়বে বিরোধীদের। সেকারণেই সম্ভবত সংসদীয় কমিটি গঠনে এত ঢিলেমি করছে কেন্দ্রের মোদি সরকার।
advertisement
advertisement
আরও পড়ুন: হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! বিধানসভা অধিবেশন ইস্যুতে ফের মমতার সঙ্গে সংঘাতে শুভেন্দু
ডেরেকের অভিযোগ, এই কমিটিগুলি গঠন না হওয়ায় বহু গুরুত্বপূর্ণ বিল কোনওরকম স্ক্রুটিনি ছাড়াই পাশ করাচ্ছে সরকার। পাশাপাশি, মোদি সরকার বরাবরই সংসদীয় কমিটিগুলিকে এড়িয়ে সরাসরি বিল পাশ করিয়ে নেয় বলেও অভিযোগ ডেরেকের। তাঁর দাবি, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ১০ বছরে মাত্র ১৩ শতাংশ বিল স্ক্রুটিনির জন্য পাঠিয়েছে মোদি সরকার।
advertisement
আরও পড়ুন: এবার হোক ‘ত্রিফলা’ অভিযান! নবান্ন অভিযানের রেশ কাটতে না কাটতেই ছাত্রসমাজকে নতুন পরামর্শ শুভেন্দুর
চিঠিতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা আরও লেখেন, সব দলকে জানানো হয়েছিল ১৭ জুলাইয়ের মধ্যে নিজেদের প্রতিনিধিদের নাম জানাতে। সেই মতো তৃণমূল ১২ জুলাইয়ের মধ্যে সব কমিটিতে নিজেদের প্রতিনিধিদের নাম জানিয়ে দেয়। এরপরই মোদি সরকারের তরফে মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাদল অধিবেশন চলাকালীন কমিটি গঠন হয়ে যাবে। কিন্তু অগাস্ট শেষ হতে চললেও সংসদীয় কমিটি গঠনের তোড়জোড় নেই!
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC to Modi Government: কেন্দ্রে গঠন হয়নি কোনও সংসদীয় কমিটি, স্ক্রুটিনি ছাড়াই হচ্ছে বিল পাশ! এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement