Suvendu Adhikari: এবার হোক ‘ত্রিফলা’ অভিযান! নবান্ন অভিযানের রেশ কাটতে না কাটতেই ছাত্রসমাজকে নতুন পরামর্শ শুভেন্দুর
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ধর্ষণ এবং নারী নির্যাতনে কড়া শাস্তির বিধান দিয়ে বিল আনতে চায় রাজ্য সরকার। আগামী মাসের প্রথম দিকেই সেই কারণে বিধানসভা অধিবেশন ডাকতে চায় প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত, বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হবে সেই বিল। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবারই সেই বিল পেশ হতে পারে রাজ্য বিধানসভায়।
কলকাতা: ছাত্রসমাজের নবান্ন অভিযান আর বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধের রেশ কাটতে না কাটতেই এবার ত্রিফলা অভিযানের ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ শুভেন্দুর পরামর্শ, ‘‘লালবাজার, কালীঘাট, নবান্ন অভিযান পতাকা ছাড়া একদিনে করুন। মুখ্যমন্ত্রী অধিবেশন ডাকার কে? ছাত্র সমাজকে বলব বিধানসভার অধিবেশনের দিন ওই দিন বিধানসভা অভিযান করুন।’’
বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে ধর্ষণ এবং নারী নির্যাতনে কড়া শাস্তির নিদান সংক্রান্ত নয়া বিল আনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরে বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আগামী সপ্তাহে বিধানসভার বিশেষ অধিবেশনে সেই বিল পেশ করার সিদ্ধান্তও গৃহীত হয়৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিল আনার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ এদিন এবিষয়ে মন্তব্য করতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ফাঁসির সাজা চাই..,’ বিধানসভায় ধর্ষণ নিয়ে কড়া বিল আনছেন মমতা! দুপুরের ঘোষণার পরে মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত
শুভেন্দু বলেন, ‘‘এই অধিবেশন করতে গেলে রাজ্যপালের কাছে ফাইল পাঠাতে হবে। রাজ্যপাল বেআইনি কাজের অনুমোদন দেবেন না। জোর করে বিধানসভা করতে পারেন না। ছাত্রসমাজকে বলব ওই দিন বিধানসভার অভিযান করুন। আমরা ভেতরে বিধায়করা বুঝে নেব। আর রাস্তায় ছাত্রসমাজ আপনারা বুঝে নেবেন। ভারতীয় ন্যায় সংহিতার পরে কোনও ভাবেই মুখ্যমন্ত্রী আপনি এটা করতে পারেন না। আমি বলছি৷ ’’
advertisement
ধর্ষণ এবং নারী নির্যাতনে কড়া শাস্তির বিধান দিয়ে বিল আনতে চায় রাজ্য সরকার। আগামী মাসের প্রথম দিকেই সেই কারণে বিধানসভা অধিবেশন ডাকতে চায় প্রশাসন। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত, বিধানসভার বিশেষ অধিবেশনে পেশ হবে সেই বিল। নবান্ন সূত্রের খবর, মঙ্গলবারই সেই বিল পেশ হতে পারে রাজ্য বিধানসভায়।
আরও পড়ুন: পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ! আদালতের নির্দেশ আসার পরেই আশার কথা শোনালেন শিক্ষমন্ত্রী
বিধানসভায় কড়া আইন আনতে চেয়ে বিশেষ অধিবেশন ডাকতে চলেছে রাজ্য প্রশাসন। সেই বিলে ধর্ষকদের ফাঁসি হবে ১০ দিনের মধ্যে। বিধানসভায় বিল পাশ হলে তা সই করার জন্য পাঠানো হবে রাজ্যপাল সিভি আনন্দের কাছে।
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যপাল যদি সেই বিলে সই না করেন, তাহলে তৃণমূলের মহিলা সমর্থকেরা অবস্থান করবেন রাজভবনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Aug 28, 2024 8:25 PM IST










