Suvendu Adhikari: হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার! বিধানসভা অধিবেশন ইস্যুতে ফের মমতার সঙ্গে সংঘাতে শুভেন্দু
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বিধানসভায় বিশেষ অধিবেশন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, ‘‘আপনি বিধানসভার অধিবেশন ডাকার কে? বিধানসভার অধিবেশন ডাকবেন স্পিকার নয়তো সচিব।’’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা অধিবেশন ডাকা নিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আপনি অপরাজেয় নন।’ ঠিক এই ভাষাতেই শুভেন্দু নিশানা করলেন মমতাকে। বিধানসভায় বিশেষ অধিবেশন ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, ‘‘আপনি বিধানসভার অধিবেশন ডাকার কে? বিধানসভার অধিবেশন ডাকবেন স্পিকার নয়তো সচিব।’’
শুভেন্দু অধিকারীর কথায়, ‘‘মনসুন অধিবেশন শেষ হয়ে গিয়েছে। নতুন করে ফের অধিবেশন ডাকতে গেলে রাজ্যপালের কাছে অনুমতি নিতে হবে। স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থা আমরা এনেছিলাম তা পাঠ করতে দেওয়া হয়নি। যদি বিশেষ অধিবেশন করতে হয় তাহলে বিধানসভার পক্ষ থেকে সেই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি রাজ্যপালের কাছ থেকে নিতে হবে।’’
advertisement
advertisement
শুভেন্দুর দাবি, ‘‘প্রস্তাব উনি ( মুখ্যমন্ত্রী) আনতে পারেন না। কারণ প্রস্তাব কোনও আইন নয়। বিল আনার ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি লাগবেই। আমার বিশ্বাস সংবিধানের প্রধান এবং ভারত সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যপাল কোনও বেআইনি কাজ করবেন না। ভারতীয় ন্যায় সংহিতার পর মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না। পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বোঝানোর জন্য এই সব উনি করছেন। জনরোষ থেকে নজর ঘোড়াতে চাইছেন। জোর করে তিনি অধিবেশন করতে পারেন না। বিজেপি বিধায়করা আমরা বিধানসভার বাইরে দেখে নেব গোটা বিষয়টি। এর শেষ দেখে আমরা ছাড়বো। ছাত্র সমাজকেও বলবো যে, জোর করে নারী নির্যাতন ও ধর্ষণ ইস্যুতে অধিবেশন ডাকলে ওইদিন আপনারা বিধানসভা অভিযান করুন।’’
advertisement
বলা বাহুল্য, রাজ্য বিধানসভায় ধর্ষণ এবং নারী নির্যাতনের উপর বিল পেশ ইস্যুতে আগামী মাসের প্রথম দিকেই বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। বিশেষ অধিবেশনে পেশ হবে সেই বিল। বুধবার রাজ্য মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে খবর। মঙ্গলবারই পেশ হতে পারে সেই বিল রাজ্য বিধানসভায়। বিধানসভায় কড়া আইন আনতে চায় রাজ্য। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ধর্ষকদের ফাঁসি হবে ১০ দিনের মধ্যে। রাজ্যপালকে সই করতে হবে। তিনি সই না করলে মহিলাদের অবস্থান হবে রাজভবনে। খালি রাষ্ট্রপতির কাছে সুপারিশ মানা হবে না বলেও স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 29, 2024 7:54 AM IST







