#কলকাতা: আজও ঝুলে রইল পঞ্চায়েতের ভবিষ্যৎ ৷ বুধবারও ফয়সালা হল না পঞ্চায়েত মামলার ৷ বৃহস্পতিবার সাড়ে ১০টায় ফের সিঙ্গল বেঞ্চে হবে শুনানি ৷ আরও একদিন বাড়ল ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশের মেয়াদ ৷
টানা দু-দিন সওয়াল জবাব চললেও শেষ হয়নি শুনানি পর্ব। নির্বাচনের দিন ঘোষণার ক্ষেত্রেই কি পদ্ধতিগত ভুল ছিল রাজ্য নির্বাচন কমিশনের? বুধবার পঞ্চায়েত মামলার শুনানিতে এই প্রশ্নকে ঘিরেই চলল সওয়াল জবাব। বিচারপতি সুব্রত তালুকদার প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন ভুল করলে শুধরে দেবে কে?
বামেদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, সর্বদলীয় বৈঠকে ভোটের দিনক্ষণ জানানো হয়নি। অথচ তারপরেই তড়িঘড়ি দিন ঘোষণা হয়। দ্রুত মামলার শুনানি শেষ করতে আর্জি জানান তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যেপাধ্যায়। দ্রুত শুনানি শেষ করাই আদালতের অগ্রাধিকার বলে জানান বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, Panchayat Election, Panchayat Election 2018, Panchayat Election Case, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election