ঝড়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার

Last Updated:

ঝড়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার

#কলকাতা: মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দুটি ঝড়। গত কয়েক দশকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী হল শহর কলকাতা ও হাওড়া। মঙ্গলবার রাতে কলকাতার একশোরও বেশি জায়গায় গাছ পড়ে ঘটে বিপর্যয়। মৃত্যুও হয় অনেকের ৷ এককথায় লন্ডভন্ড শহর ৷
আচমকা এই প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যে ঝড়ের বলি ১৮ ৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার ৷ এমনকি ঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়িগুলিও রাজ্য সরকার মেরামত করে দেবে বলে জানিয়েছে ৷ এদিন মেয়র শোভন চট্টোপাধ্যায় এই কথা ঘোষণা করেন ৷
প্রথমে ঘণ্টায় চুরাশি কিলোমিটার ও পরে আটানব্বই কিলোমিটার বেগে ঝড়ের ধাক্কায় লন্ডভন্ড গোটা শহর। গত কয়েক দশকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী শহর কলকাতা ও হাওড়া।
advertisement
advertisement
ইতিমধ্যেই, গতকালের কালবৈশাখী ঝড়ে বিপর্যয়ের রিপোর্ট পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। রিপোর্ট পাঠিয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর। কলকাতা বাদে জেলাতে মৃত্যু হয়েছে ৮ জনের। এরমধ্যে, হাওড়ায় মৃতের সংখ্যা ৬জন, উত্তর ২৪ পরগনায় ১জন ও হুগলিতে ৩জন।
অনুমান করা হচ্ছে, ঝড়ে ১৭০ টি গাছ পড়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় পুড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটিও । ঝড়ের জেরে এখনও বিদ্যুৎহীন বহু এলাকা। বিদ্যুৎ নেই হাওড়া,বেলুড়,হিন্দমোটর, শ্রীরামপুরে। কিন্তু তৎপরতার সঙ্গে চলছে বিদ্যুতের কাজ। সারানো হচ্ছে ত্রিফলা,ল্যাম্পপোস্টগুলিও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝড়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement