Crime News: গায়েব ৪৬ হাজার টাকা! আধারের বায়োমেট্রিক জালিয়াতির শিকার মহেশতলার ব্যক্তি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Crime News: কয়েকদিন ধরেই শহর থেকে জেলা উঠে আসছে একই অভিযোগ, আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন জমানো টাকা
কলকাতা: আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন জালিয়াতির কবলে ফের এক। গত কয়েকদিন ধরেই শহর থেকে জেলা উঠে আসছে একই অভিযোগ, আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হারাচ্ছেন জমানো টাকা। ফের মহেশতলার বাটানগরে উঠে এল একই কায়দার অভিযোগ।
মহেশতলায় মনিন্দ্রচন্দ্র ভাওয়াল নামে এক ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে ৪৬ হাজার টাকা। আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে তার অ্যাকাউন্ট থেকে ৪৬ হাজার টাকা কাটা হয়ে গেছে বলে অভিযোগ ওই প্রৌঢ়ের। অভিযোগ এসএমএসের মাধ্যমে মনীন্দ্র বাবু জানতে পারে সুপ্রিয় চক্রবর্তী ও অরিজিৎ ব্যানার্জি নামে দুই ব্যক্তির অ্যাকাউন্টে ৪৬ হাজার টাকা গিয়েছে।
advertisement
advertisement
পরবর্তীকালে মনীন্দ্র বাবু ব্যাঙ্কে যোগাযোগ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করা হয়। ব্যাঙ্ক থেকে বলা হয় আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর মহেশতলা থানায় এসে অভিযোগ দায়ের করেন তিনি। মনীন্দ্র বাবু জানান, তিন থেকে মাস আগে আলিপুরে জমি রেজিস্ট্রি অফিসে বায়োমেট্রিক দিয়েছিলেন এবং রেশন দোকানে রেশন তুলতে গেলে বায়োমেট্রিক ব্যবহার করেন। এরপর থেকেই আতঙ্কে রয়েছেন মনীন্দ্র বাবু।
advertisement
সমীর মণ্ডল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 10:28 PM IST