Asian Games 2023: সকাল থেকে সুখবর, একের পর এক মেডেল, ফের এল সোনা-রুপো

Last Updated:

Asian Games 2023: উশুতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷ ভারতের রশবিনা দেবী নাওরেম ফাইনালে চিনের প্রতিপক্ষ উও জিওয়েইরে কাছে হারলেন৷

১০ মিটার এয়ার পিস্তলে এশিয়ান গেমসে সোনা
১০ মিটার এয়ার পিস্তলে এশিয়ান গেমসে সোনা
নয়াদিল্লি: এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় শ্যুটারদের রমরমা৷ পঞ্চম দিনের শুরুতেই ফের এল সোনা৷ পুরুষ শ্যুটারদের দলগত ১০মি এয়ার পিস্তল ইভেন্টে সোনা পেল ভারতীয়রা৷ ১০ মিটার এয়ার পিস্তলে অর্জুন চিমা, সরবজিৎ সিং এবং শিবা নরওয়ালের ত্রয়ী কোনও ভুল করেননি৷ তাঁরা পেলেন সোনা৷ এটা ভারতের ষষ্ঠ সোনা৷
এদিকে আশা জাগিয়েও উশুতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে৷ ভারতের রশবিনা দেবী নাওরেম ফাইনালে চিনের প্রতিপক্ষ উও জিওয়েইরে কাছে হারলেন৷
advertisement
advertisement
advertisement
৬০ কেজি বিভাগে এই রুপো পেলেন তিনি৷  এদিকে ভারতীয় পুরুষ শ্যুটাররা  এদিন মোট  ১৭৩৪ পয়েন্ট পেলেন৷ এই পয়েন্টেই তাঁরা টপ করলেন৷ ভারতীয় শ্যুটাররা এদিন চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইতে এক পয়েন্ট বেশি পেয়ে সেরা হলেন৷ ভিয়েতনাম এতে ব্রোঞ্জ পেল৷
অর্জুন ও সরবজিৎ ব্যক্তিগত বিভাগেরও ফাইনালে পৌঁছেছেন৷ সরবজিৎ ৫৮০,  অর্জুন ৫৭৮, শিবা ৫৭৬ স্কোর করেছিলেন৷
advertisement
নয়াদিল্লি:  পিভি সিন্ধু মঙ্গোলিয়ার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে অভিযান শুরু করলেন৷ মায়াগামস্তেরেন গানবাটারকে স্ট্রেট গেমে হারালেন হায়দারবাদী শাটলার৷ খেলার ফল ২১-২, ২১-৩৷ এটাই ছিল তাঁর মহিলাদের ব্যাডমিন্টনে প্রথম গেম৷
এদিকে অস্মিতা চালিহাও সহজ জয় দিয়ে অভিযান শুরু করেন৷ তিনি খেরলেন ডারখানবাটারকে হারালেন৷ খেলার ফল ২১-২, ২১-৩ ৷ এর ফলে টাইতে ২-০ তে এগিয়ে ভারত৷
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: সকাল থেকে সুখবর, একের পর এক মেডেল, ফের এল সোনা-রুপো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement