Cow smuggling case | Abdul latif: সম্পত্তি বাজেয়াপ্ত করতে তোড়জোড়, আব্দুল লতিফ নিয়ে বড় পদক্ষেপ CBI-এর
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
গরু পাচারে চার্জাশিট জমা পড়ার কিছুদিন পর জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু হয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে। কিন্তু তাতেও হেলদোল ছিল না লতিফের।
কলকাতা: গরু পাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে এবার প্রক্লেম অফেন্ডার হিসাবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই। গরু পাচার মামলায় চার্জশিট জমা দেওয়ার কয়েকদিন পরেই জামিন অযোগ্য ওয়ারেন্ট জারি করা হয়েছিল আব্দুল লফিতের বিরুদ্ধে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের তরফে সেই সময় সেই জামিন অযোগ্য ওয়ারেন্ট ইস্যু করা হয়। কিন্তু, তারপরে এত দিন কেটে গেলেও লতিফ সেই সমনে সাড়া দেননি। আদালতে আত্মসমর্পণও করেননি। তাই লতিফের বিরুদ্ধে এবার প্রক্লেম অফেন্ডার (সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া) প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই। এ বিষয়ে আইনি পরামর্শও নিচ্ছেন সিবিআই তদন্তকারীরা।
শনিবার শক্তিগড়ে শুট আউটে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। সেই রাজু ঝায়ের গাড়িতেই নাকি দেখা গিয়েছিল গরু পাচার কাণ্ডের এই অভিযুক্ত আব্দুল লতিফকে। সেসময় আব্দুল লতিফের গাড়িতে আব্দুল লতিফ, রাজু ঝা, আব্দুল লতিফের চালক ও ব্রতীন মুখোপাধ্যায় আসছিলেন। শক্তিগড়ে অন্য একটি নীল গাড়ি করে এসে দুষ্কৃতীরা গুলি করে লতিফের গাড়িতে সওয়ার রাজুকে। তাতেই মৃত্যু হয় কয়লা মাফিয়া রাজু ঝায়ের। ভাইরাল ভিডিওয় ধরা পড়ে আব্দুল লতিফের ছবিও। এরপরই ওঠে প্রশ্ন। যিনি পলাতক তিনি রাজু ঝা সঙ্গে কি করছিলেন?
advertisement
আরও পড়ুন: হুল্লোড়ের মাঝেই হুড়মুড়িয়ে নেমে এল বরফের স্রোত! নিমেষেই চাপা পড়ে গেলেন পর্যটকেরা, দেখুন সিকিমের ছাঙ্গুর হাড়হিম করা ভিডিও
প্রশ্ন ওঠে কয়লা মাফিয়া রাজু এবং গরু কাণ্ডে অভিযুক্ত লতিফ কী ভাবে পরস্পরকে চিনলেন, কী ভাবেই বা পরস্পরের কাছাকাছি এলেন? তবে কি সবটাই একে অপরের সঙ্গে যুক্ত? ওই ঘটনার পরপরই আব্দুল লতিফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে সিবিআই।
advertisement
advertisement
ইডি সূত্রে খবর, ২৯ মার্চ ইডির দিল্লিতে সদর দফতরে তলব করা হয় লতিফকে। সেইসময় কেমোথেরাপি চলছে বলে জানিয়ে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী। দিল্লিতে ইডি দফতরে না গেলেও, তলবের দু’দিন পরে, শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় উপস্থিত ছিলেন আবদুল লতিফ। প্রশ্ন উঠছে, সিবিআইয়ের খাতায় ফেরার, ইডি-র তলবে গরহাজির থাকার পরেও, কীভাবে প্রকাশ্যে ঘুরছিলেন গরুপাচারের কিংপিন? নেপথ্যে প্রভাবশালী-যোগ? ওঠে প্রশ্ন।
advertisement
আরও পড়ুন: অ্যাডাল্ট ফিল্ম তারকাকে মুখ বন্ধ করতে টাকা, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! ভরা আদালতে জোর গলায় দাবি, 'আমি নির্দোষ'
এবার তাই সিবিআই আব্দুল লতিফের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই। অর্থাৎ, প্রোক্লেম অফেনডার হিসাবে আব্দুল লতিফকে ঘোষণা করার প্রক্রিয়া শুরু করতে চলেছে সিবিআই।
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 05, 2023 12:57 PM IST