Sikkim | Changu Lake | avalanche: হুল্লোড়ের মাঝেই হুড়মুড়িয়ে নেমে এল বরফের স্রোত! নিমেষেই চাপা পড়ে গেলেন পর্যটকেরা, দেখুন সিকিমের ছাঙ্গুর হাড়হিম করা ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সিকিমের ছাঙ্গুতে তুষারধসে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে ১ জন শিশুও রয়েছে। ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহত ১৩
সিকিম: ভেবেছিলেন ঝুরঝুরে সফেদ বরফে ছুঁয়ে দেখবেন হাতে। দেখবেন, চারপাশ কেমন ধবধবে সাদা হয়ে গেছে। পাহাড়ের ঢালে সাদা বরফের প্রতিচ্ছবি ধরা দেহে ছাঙ্গুর আয়নায়। এমনটাই হয়ত ভেবেছিলেন পর্যটকেরা। কিন্তু, ছাঙ্গুই শেষে হয়ে দাঁড়াল বিভীষিকা। মঙ্গলবার সিকিমের ১৩ মাইল ছাঙ্গু রোডে পাহাড়ের ঢাল থেকে হঠাৎ করেই হুড়মুড়িয়ে নেমে এল বরফের স্রোত। ভাসিয়ে নিয়ে গেল পর্যটকদের। বরফের নীচে চাপা পড়ে গেলেন বহু।
এখনও পর্যন্ত সিকিমের তুষার ধসে মৃতের সংখ্যা পৌঁছেছে ৭-এ। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এই সাতজনের মধ্যে ২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনায় আহত কমপক্ষে ১৩।
আবহাওয়া যে খারাপ, তা আগে থেকেই জানতেন পর্যটকেরা। কিন্তু, ধবধবে সাদা বরফে নিয়ে মেতে ওঠার লোভ সামলাতে পারেননি বোধহয়। রাস্তার ধারে বরফ পড়ে থাকতে দেখে পর্যটকেরা যখন পাহাড়ের ঢালে উঠে হুল্লোড়ে মেতেছেন, তখনই হঠাৎ হুড়মুড়িয়ে নেমে আসে অ্যাভাল্যাঞ্চ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুষার ধসের সেই ভয়াবহ ভিডিও। বেড়াতে গিয়েও যে এমন বিপদের মুখে পড়া যায়, এই ভিডিও না দেখলে হয়ত বিশ্বাসই করবেন না।
advertisement
advertisement
In a tragic incident, at least 6 tourists died after massive avalanche hit road connecting Sikkim 's capital Gangtok with Nathulapass on China border.
350 stranded tourists & 80 vehicles were rescued after snow clearance from the road. Evacuation ongoingpic.twitter.com/S6HOXUAVkI — Megh Updates 🚨™ (@MeghUpdates) April 4, 2023
advertisement
তুষারধসের জেরে ইতিমধ্যেই রাস্তায় আটকে পড়েছে ছাঙ্গুগামী বহু গাড়ি। বিপাকে প্রায় ৩৫০ পর্যটক। যে অঞ্চলে ধস নেমেছে, তার আশেপাশের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৫০ জন স্থানীয় বাসিন্দা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: অ্যাডাল্ট ফিল্ম তারকাকে মুখ বন্ধ করতে টাকা, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! ভরা আদালতে জোর গলায় দাবি, 'আমি নির্দোষ'
মঙ্গলবার তুষারধস নামার পরই পরই শুরু করা হয় উদ্ধারকাজ। বরফের স্তূপের ভিতর থেকে পর্যটকদের বার করার মরিয়া চেষ্টা চালানো হয়। প্রথমের দিকে খারাপ আবহাওয়া থাকায় কিছুক্ষণের জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ।
advertisement
Scarry video of #Sikkim when #Avalanche hit tourists leading to death of 07 persons, 20 rescued but few still trapped. pic.twitter.com/DXGA1LAX3T
— Neeraj Rajput (@neeraj_rajput) April 4, 2023
আরও পড়ুন: অ্যাডাল্ট মুভি স্টারের সঙ্গে 'সম্পর্ক'! মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, বেজায় বিপাকে ডোনাল্ড ট্রাম্প
সিকিম সরকারের তরফে দুর্ঘটনায় মৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মৃতদের মধ্য়ে তিনজন নেপালের বাসিন্দা, তাঁদের নাম মুনা শাহ শ্রেষ্ট্রা, শিব লামিচান(২২), আশিকা ঢাকাল (২২)। এছাড়া, উত্তরপ্রদেশের দু'জন বাসিন্দারও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তাঁরা হলেন বাল সিংহ (৩২) এবং রেবিয়া সিংহ (৬)। পশ্চিমবঙ্গের যে দু'জন বাসিন্দা এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন, তাঁরা হলেন সৌরভ রায়চৌধুরী (২৮) এবং প্রীতম মাটি (৩৮)।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Sikkim
First Published :
April 05, 2023 12:24 PM IST