Donald Trump | Stormy Daniels: অ্যাডাল্ট মুভি স্টারের সঙ্গে 'সম্পর্ক'! মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, বেজায় বিপাকে ডোনাল্ড ট্রাম্প
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Donald Trump v/s Stormy Daniels: আমেরিকার এক অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। যা নিয়ে রীতিমতো ঢিঁঢিঁ পড়ে গিয়েছে গোটা আমেরিকায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল ক্যারেনের কাছে ওই অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের অতীতের কেলেঙ্কারির কথা যাতে সকলের সামনে না চলে আসে, তাই মুখ বন্ধ রাখার জন্য স্টর্মিদের মোটা টাকা দিয়েছিলেন ট্রাম্প।
advertisement
যদিও ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি যাতে চব্বিশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, তা নিশ্চিত করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। কোহেন অবশ্য ইতিমধ্যেই ভোটপ্রচারে নীতি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন। কিন্তু, কে এই স্টর্মি ড্যানিয়েল্স, যাঁর জন্য ট্রাম্পের আজ এই দশা?
advertisement
advertisement