Donald trump: অ্যাডাল্ট ফিল্ম তারকাকে মুখ বন্ধ করতে টাকা, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! ভরা আদালতে জোর গলায় দাবি, 'আমি নির্দোষ'

Last Updated:

শুধু হাশমানি মামলাই নয়, ট্রাম্পের বিরুদ্ধে আনা হয়েছে আরও একাধিক গুরুতর অভিযোগ। ৭৬ বছর বয়সি হোটেল টাইকুনের বিরুদ্ধে ব্যবসার রেকর্ড জাল করার অভিযোগ রয়েছে। যার মাধ্যমে কর ফাঁকি বা গরমিলের মতো তথ্য উঠে এসেছে।

আমেরিকা: ইতিহাসে এই প্রথম, ফৌজদারি মামলায় গ্রেফতার হলেন আমেরিকার কোনও প্রাক্তন প্রেসিডেন্ট। হাশমানি মামলায় গ্রেফতার করা হল দোষী সাব্যস্ত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টা নাগাদ নিউ ইউর্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তাঁর। কিন্তু আদালতের নির্দেশে তার আগেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে হেফাজতে নেয় পুলিশ। তার পরে শুরু হয় শুনানি।
কদিন আগেই জানিয়েছিলেন। ২০২৪ এর নির্বাচনের রিপাবলিক পার্টির হয়ে ফের আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে লড়তে চান। তার মধ্যেই বড়সড় বিপাকে পড়েন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার এক অ্যাডাল্ট ফিল্ম তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের। যা নিয়ে রীতিমতো ঢিঁঢিঁ পড়ে গিয়েছে গোটা আমেরিকায়। শোনা গিয়েছে, এই মহিলার তারকার সঙ্গে নাকি শারীরিক সম্পর্কও হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের। আর সেটাই লুকোতে চেয়েছিলেন ট্রাম্প।
advertisement
আরও পড়ুন: অ্যাডাল্ট মুভি স্টারের সঙ্গে 'সম্পর্ক'! মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে দিয়েছিলেন কাঁড়ি কাঁড়ি টাকা, বেজায় বিপাকে ডোনাল্ড ট্রাম্প
স্টর্মির দাবি, ২০০৬ সালে একটি গলফ টুর্নামেন্টে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরিচয় হয় তাঁর। তারপরেই তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন ট্রাম্প। নিজের বই 'ফুল ডিসক্লোজার'-এ স্টর্মি ড্যানিয়েলস দাবি করেছেন ওই অ্যাডাল্ট ফিল্ম তারকা।
advertisement
advertisement
এরপর সরাসরি ২০১৬ সাল। মার্কিন প্রেসিডেন্টের দৌড়ে শামিল হয়েছেন আমেরিকার অন্যতম বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে নাকি স্টর্মি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার 'হাশ মানি' দিয়েছিলেন তিনি। অভিযোগ, ট্রাম্প ও তাঁর সম্পর্ক নিয়ে যাতে স্টর্মি মুখ না খোলেন, সেই কারণেই ওই বিপুল টাকা দেওয়া হয়েছিল তাঁকে। সম্প্রতি আদালতে এ নিয়ে অভিযোগ আনেন ডেমোক্র্যাটিক দলের সদস্য তথা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ গত বুধবার ডোনাল্ড ট্রাম্পকে এই হাশমানি মামলায় দোষী সাব্যস্ত করে আদালত।
advertisement
ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল ক্যারেনের কাছে ওই অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের অতীতের কেলেঙ্কারির কথা যাতে সকলের সামনে না চলে আসে, তাই মুখ বন্ধ রাখার জন্য স্টর্মিদের মোটা টাকা দিয়েছিলেন ট্রাম্প।
advertisement
শুধু হাশমানি মামলাই নয়, ট্রাম্পের বিরুদ্ধে আনা হয়েছে আরও একাধিক গুরুতর অভিযোগ। ৭৬ বছর বয়সি হোটেল টাইকুনের বিরুদ্ধে ব্যবসার রেকর্ড জাল করার অভিযোগ রয়েছে। যার মাধ্যমে কর ফাঁকি বা গরমিলের মতো তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন: হতে চেয়েছিলেন ডাক্তার, হঠাৎ করেই রুট বদলে সিনেমায়, এই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও
যদিও ট্রাম্প দাবি করেছেন, তিনি "রাজনৈতিক প্রতিহিংসার" শিকার। ভরা আদালতে তিনি দাবি করেছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে তাঁর হুঙ্কার, "এই দেশটা রসাতলে যাচ্ছে। আমি শুধু একটাই অপরাধ করেছি, যাঁরা এই দেশটাকে ধ্বংসের মুখ নিয়ে যাচ্ছিল, তাদের হাত থেকে এই দেশকে বাঁচিয়েছি।"
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald trump: অ্যাডাল্ট ফিল্ম তারকাকে মুখ বন্ধ করতে টাকা, গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প! ভরা আদালতে জোর গলায় দাবি, 'আমি নির্দোষ'
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement