Bollywood Actress: হতে চেয়েছিলেন ডাক্তার, হঠাৎ করেই রুট বদলে সিনেমায়, এই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও
- Published by:Satabdi Adhikary
Last Updated:
১৯৬২ সালের ৩ এপ্রিল মধ্যবিত্ত পরিবারে জন্ম। জয়ার বাবা কৃষ্ণা রাও ছিলেন তেলুগু ফিল্মের ফিনান্সার। ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন এই অভিনেত্রী।
নয়াদিল্লি: প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষায় সিনেমা করেছেন জয়াপ্রদা। কিন্তু, জানেন কি, ছোট থেকে কখনওই অভিনেত্রী হতে চাননি তিনি। চেয়েছিলেন পড়াশোনা করে ডাক্তার হতে। দরিদ্র-নিপীড়িতদের সেবা করতে। কিন্তু, তাঁর বাবা-মা বোধহয় তাঁর সারা জীবনের পরিকল্পনা মোটের উপরে করেই রেখেছিলেন। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
১৯৬২ সালের ৩ এপ্রিল মধ্যবিত্ত পরিবারে জন্ম। জয়ার বাবা কৃষ্ণা রাও ছিলেন তেলুগু ফিল্মের ফিনান্সার। ছোটবেলায় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন জয়া। তবে, তাঁর খুব ছোট বয়স থেকেই তাঁকে নাচ এবং গানের ক্লাসে ভর্তি করিয়ে দেন। মাত্র ৭ বছর বয়স থেকেই নাচ ও গানের প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন জয়া। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
তখন জয়ার বয়স ১৪ বছর। তখনই তাঁর কাছে আসে রুপোলি পর্দায় হাজির হওয়ার প্রথম সুযোগ। অভিনেতা প্রভাকর রেড্ডি তাঁর নতুন নাম রাখলেন। নাম হল জয়া প্রদা। তেলুগু ফিল্ম 'ভূমি কোসাম'-এ ৩ মিনিটের একটি গানে সুযোগ দেওয়া হল তাঁকে। সেই শুরু। কিন্তু, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করলেও, জয়া ৮টি ভাষায় প্রায় ৩০০টি ছবিতে কাজ করেছেন। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
পরিচালক সত্যজিৎ রায়ও একবার জয়া প্রদার সৌন্দর্যের প্রশংসা করেছিলেন। তাঁর মতে, জয়া প্রদাই ছিলেন ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী। জিতেন্দ্রের সঙ্গে জয়ার জুটিও চলচ্চিত্রের পর্দায় সুপারহিট ছিল। আইএমডিবি রিপোর্ট অনুসারে, তাঁরা ২৫টি ছবিতে একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন। যাঁর মধ্যে ১৯টিই ছবি ছিল বক্স অফিস হিট। (ছবির ক্রেডিট: Instagram @jayapradaofficial)
advertisement
advertisement
advertisement
জয়া প্রদা ১৯৮৬ সালে চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত নাহতাকে বিয়ে করেছিলেন, যা নিয়ে বিতর্কও কম হয়নি। কারণ, শ্রীকান্ত আগে থেকেই বিবাহিত ছিলেন। তাঁর প্রথম স্ত্রীয়ের একটি সন্তানও ছিল। রাজনীতির সঙ্গেও এই অভিনেত্রীর সম্পর্ক অনেক পুরনো। প্রথমে তেলেগু দেশম পার্টির সঙ্গে যুক্ত ছিলেন জয়া, পরে সমাজবাদী পার্টিতে যোগ দেন। তিনি ২০১৯ সালে যোগ দেন বিজেপি-তে।