কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফের বিপর্যয়! মহিলার মাথায় খসে পড়ল চাঙড়! রক্তে ভাসল কলেজ ক্যান্টিন...!
- Published by:Tias Banerjee
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাদের চাঙড় ভেঙে পড়ে আহত হলেন এক মহিলা কর্মী। পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো যেন মৃত্যুফাঁদ হয়ে উঠছে একের পর এক ঘটনায়। এ বার ক্যান্টিনের রান্নাঘরে বাসন মাজছিলেন এক মহিলা কর্মী। সেই সময় আচমকাই ছাদের একাংশ খসে পড়ে সোজা তাঁর মাথার উপর। গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাঁর মাথায় দু’টি সেলাই দিতে হয়েছে।
ঘটনাস্থলে আতঙ্ক ছড়ায় অন্যান্য কর্মীদের মধ্যে। পড়ুয়াদের মধ্যে ছড়ায় তীব্র ক্ষোভ। তাঁদের প্রশ্ন, “এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে যদি মাথার উপর ছাদ না থাকে, তবে নিরাপত্তা কোথায়?”
advertisement
advertisement
প্রসঙ্গত, এটি নতুন নয়। কিছু মাস আগেই বীডন স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডিস হোস্টেলের ছাদের বিম ভেঙে পড়েছিল হুড়মুড়িয়ে। তখন চরম আতঙ্কে হোস্টেলের সব পড়ুয়াদের সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। সেই ঘটনার পর পরিকাঠামোগত সংস্কার ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের তরফে। কিন্তু বাস্তবে তা কতটা কার্যকর হয়েছে, তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।
advertisement
আক্রান্ত মহিলা কর্মীর চিকিৎসার দায়িত্ব কে নেবে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি এ বারও শুধু ‘তদন্ত’ আর ‘আশ্বাস’ দিয়ে দায় ঝেড়ে ফেলবে? ছাত্রছাত্রীদের ক্ষোভ তীব্রতর হচ্ছে, আর পুরনো প্রশ্নটা ফিরে আসছে নতুন করে — “এই বিশ্ববিদ্যালয় কি আদৌ নিরাপদ?”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 08, 2025 3:54 PM IST