কেজিপিছু ৩৫ টাকায় কিনে ৮০ টাকায় বিক্রি! মাত্র ৩০ দিনেই আয় ৫০ হাজার টাকা, জানুন এই ব্যবসার উপায়!
- Published by:Tias Banerjee
Last Updated:
তাঁর না কোনও ডিগ্রি আছে, না বড় শহরের কোনো বিজনেস ট্রেনিং। নেই বড় পুঁজি, নেই ইনভেস্টর। তবুও মাত্র ৩০ দিনের মধ্যে একা হাতে ৫০ হাজার টাকা রোজগার করছেন তিনি। সকাল হলেই গ্রামের রাস্তা ধরে সাইকেলে চেপে পাড়ি দেন শহরের দিকে, সঙ্গে নিয়ে যান এক অদ্ভুত জিনিস, যা শহরের মানুষকে আজ মুগ্ধ করে রেখেছে।
advertisement
advertisement
advertisement
কে এই রাহুল রাইকোয়ার? উত্তরপ্রদেশের মহোবা জেলার জৈতপুর ব্লকের অন্তর্গত বেলাতাল গ্রামের বাসিন্দা রাহুল রোজ সকালে গ্রামের পুকুর থেকে পদ্মগাঁটা (কমল গাঁটা) ও কমল কাকড়ি (পদ্মকাকড়ি) সংগ্রহ করে পৌঁছে যান পাশের ছত্রপুর শহরে। শহরের বিভিন্ন জায়গায় বসে এই ফল বিক্রি করেন, এবং সন্ধ্যার মধ্যেই সব বিক্রি করে ফেলেন। এরপর ফিরে যান নিজের গ্রামে। (Representative Image: AI Generated)
advertisement
advertisement
ফুল নয়, পুকুরই রাহুলের সম্পদ পদ্মফুল যখন পুকুরে ফুটে থাকে, তখন তার ভিতর থেকেই জন্মায় এই পদ্মফল বা গাঁটা। গ্রামের লোকজন পুকুর থেকে তা তুলে রাহুলকে সরবরাহ করেন। রাহুল বলেন, ‘‘আমি নিজে পুকুরে নামি না, গ্রামের ছেলেরা তুলে দেয়। আমি তাদের থেকে ৩৫ টাকায় কিনে শহরে এনে ৭০-৮০ টাকায় বিক্রি করি।’’ (Representative Image: AI Generated)
advertisement
ফুল নয়, পুকুরই রাহুলের সম্পদ পদ্মফুল যখন পুকুরে ফুটে থাকে, তখন তার ভিতর থেকেই জন্মায় এই পদ্মফল বা গাঁটা। গ্রামের লোকজন পুকুর থেকে তা তুলে রাহুলকে সরবরাহ করেন। রাহুল বলেন, ‘‘আমি নিজে পুকুরে নামি না, গ্রামের ছেলেরা তুলে দেয়। আমি তাদের থেকে ৩৫ টাকায় কিনে শহরে এনে ৭০-৮০ টাকায় বিক্রি করি।’’ (Representative Image: AI Generated)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement