Bratya Basu: ‘চাকরিহারাদের পাশে একমাত্র রাজ্য সরকারই আছে, বেতন নিশ্চিতের দায়িত্ব নিচ্ছি’: ব্রাত্য বসু

Last Updated:

শিক্ষামন্ত্রী বলেন, ‘‘এমন কোনও কিছু করা উচিত নয় যা রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়।’’

বেতন নিশ্চিতের দায়িত্ব নিচ্ছি, বললেন ব্রাত্য বসু
বেতন নিশ্চিতের দায়িত্ব নিচ্ছি, বললেন ব্রাত্য বসু
সাহ্নিক ঘোষ, কলকাতা: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার থেকে ধরনায় চাকরিহারারা। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, “এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়।” তিনি স্পষ্টভাবে বললেন, “আইনি পথেই যা করার করা হবে।”
শিক্ষকদের উদ্দেশে ব্রাত্যের বার্তা, “আমরা আইনি পরামর্শ নিয়ে প্রতিটি ধাপ এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা গিয়ে আপনাদের কাজ করুন।” শিক্ষামন্ত্রী বলেন, “আমরা রিভিউ পিটিশন করছি। তাই এমন কোনও কিছু করা উচিত নয় যাতে আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘিত হয় কিংবা আপনাদের বা আমাদের আদালত অবমাননা না হয়, তা আপনাদের বজায় রাখতে অনুরোধ করছি। কতজন কাজে ফিরতে পারবেন, সেই তালিকা আমরা দ্রুত দেব, সেই তালিকা ১৭ হাজারের বেশিও হতে পারে, চাইলে আবার বৈঠকে বসব।’’
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের রায় অনুসারে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যোগ দিতে অনুরোধ করছি উপযুক্ত শিক্ষকদের। বেতনের বিষয়ে আমাদের দফতর কাজ করে যাচ্ছে। এটি নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি। আগামিকালও ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে। আপনাদের জন্যই এসএএসসি লড়ছে। একমাত্র সরকারই আপনাদের পাশে রয়েছে।”
advertisement
ব্রাত্য বলেন, “আইনি প্রক্রিয়া এখনও চালু তথা লাগু আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে নির্দেশ দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা দায়বদ্ধ। আমাদের এটিও মনে রাখতে হবে আমাদের সরকার, মধ্যশিক্ষা পর্ষদের সাম্প্রতিক আবেদনে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছে।” শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে চাকরিহারাদের পাশে রয়েছেন। বিদ্যালয় শিক্ষাদফতর সবসময় তাঁদের স্বার্থে কাজ করে যাচ্ছে। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে। আমরা রিভিউ পিটিশন করছি।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bratya Basu: ‘চাকরিহারাদের পাশে একমাত্র রাজ্য সরকারই আছে, বেতন নিশ্চিতের দায়িত্ব নিচ্ছি’: ব্রাত্য বসু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement