Bowbazar Metro: জল ঢোকা আটকাতে এবার ‘কামান গোলা’ ব্যবহার KMRCL-এর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বৃষ্টির পরিমাণ বাড়বে, এই আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত ইঞ্জিনিয়াররা।
আবীর ঘোষাল, কলকাতা: বৃষ্টির মোকাবিলায় বউবাজারের ভূগর্ভে কংক্রিট দাগছে কেএমআরসিএল (KMRCL)। শ্যাফট বা প্রকোষ্ঠের ওয়াল মজবুত করতে বিশেষ ভাবে মিশ্রিত কংক্রিটের একটা স্তরই যথেষ্ট ছিল। কিন্তু আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) কর্তারা (Bowbazar Metro)।
কড়া নির্দেশ এসেছে বিশেষজ্ঞদের তরফ থেকে, কংক্রিটের তিনটি স্তরের প্রলেপ দেওয়া হোক। মাটিতে বিছিয়ে থাকা কোনও স্ল্যাব তৈরি করতে হলে হয়তো যান্ত্রিক পদ্ধতিতে আরও বেশি করে কংক্রিট ঠেসে দিতে পারতেন ওঁরা। কিন্তু এক্ষেত্রে সামনে খাড়া দেওয়াল। তাই একমাত্র উপায় ‘কামান দাগা’। গোলা নয়, তার বদলে ‘কামানের নল’ থেকে বেরিয়ে আসছে রাসায়নিক মেশানো কংক্রিটের তাল। যে ভাবে করা হয়েছিল জল আটকাতে গ্রাউটিং। এবার দেওয়াল জুড়ে মাটির ২৮ মিটার নীচের থেকে খাড়া দেওয়ালে এই কংক্রিটের তাল পর পর আছড়ে পড়ছে শাফটের দেওয়ালে। যে যন্ত্র থেকে গোলার বদলে এমন ভাবে কংক্রিট ছোড়া হচ্ছে, তা দেখতে কামানের মতই।
advertisement
advertisement

বর্ষায় বউবাজার দুর্গা পিতুরি লেনে নতুন করে যাতে বিপর্যয় না নামে তার জন্যই এমন ব্যবস্থা। দুর্গা পিতুরি লেনে মাটির নীচে ঠিক কী করতে চলেছেন কেএমআরসিএল-এর প্রযুক্তিবিদরা? প্রকল্প নির্মাণের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ‘যে জায়গা দিয়ে জল ঢুকে এসেছিল, আগে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে সেই জায়গা দিয়ে আর জল ঢুকতে না পারে। এর জন্য প্রথমেই অনেকটা এলাকায় কংক্রিট ঢেলে দেওয়া হয়েছে। এবার আমাদের নজরে দেওয়ালের মত খাড়া কোনও নির্মাণের গায়ে কংক্রিটের স্তর জমাতে গেলে। এর জন্যই বিশেষ যন্ত্র দিয়ে কংক্রিটের তাল ছোড়া হচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় একেই বলা হয় ‘শট ক্রিট’।"
advertisement
প্রকোষ্ঠের দেওয়ালে ফাঁক নেই এই সম্পর্কে নিশ্চিন্ত হতে পর পর তিনটে স্তরে কংক্রিট জমানো হচ্ছে সুড়ঙ্গের চারপাশের দেওয়ালে। ১১ মে বউবাজারে নতুন করে যে বিপর্যয় নামে তার নেপথ্যে অতিরিক্ত বৃষ্টির ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2022 9:40 AM IST