উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বেলা বাড়লে গরম ও অস্বস্তি বাড়বে ৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসবে কর্ণাটক। বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ-পশ্চিম হাওয়ার প্রভাবে সাগর থেকে জলীয়বাষ্প ঢুকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বাড়বে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে। একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা এটি পূর্ব থেকে কেরল পর্যন্ত গিয়েছে। Story: Biswajit Saha
কেরলের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরেকটি অক্ষরেখা উত্তর ও দক্ষিণ বরাবর। এটি রাজস্থান থেকে অসম পর্যন্ত বিস্তৃত ৷ উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে অসমের দিকে গিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানের উপর। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে আসবে আগামিকাল, বৃহস্পতিবার।
উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান ও নদিয়া জেলায়।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা ঝোড়ো হাওয়া। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়বে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি ওপরে। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে সামান্য।
দক্ষিণ-পশ্চিম শক্তিশালী বাতাসের কারণে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন আসাম অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা অরুণাচল প্রদেশে। আজ, বুধবার মেঘালয়ে প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে। আজ মিজোরাম ও ত্রিপুরাতেও অতি বর্ষণের সর্তকতা। এই দক্ষিণ-পশ্চিম বাতাসের কারণে বৃষ্টি হবে সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আরব সাগর থেকে পশ্চিমে বাতাসের প্রভাব। এর ফলে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। কর্ণাটকে অতিবৃষ্টির সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৫ দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল-সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে।