Dilip Ghosh: ‘একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে...’, SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ! SIR নিয়েও বড় মন্তব‍্য বিজেপি নেতার

Last Updated:

Dilip Ghosh: শনিবার অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সেই প্রসঙ্গে রাজ‍্যকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপি নেতা।

‘একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে...’, SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ!
‘একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে...’, SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ!
কলকাতা: তাঁর দিনচর্চায় এখনও আসেনি কোনও বদল। শনিবার সকালেও নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আজ, শনিবার অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বর দিয়েই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সেই প্রসঙ্গে রাজ‍্যকে ঝাঁঝালো আক্রমণ করলেন বিজেপি নেতা। পাশাপাশি আরজি কর, SIR থেকে মহুয়া মিত্র, একাধিক বিষয়ে নিজের মতামত জানালেন তিনি।
‘‘একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে রাজ্যকে ছেড়ে কথা বলবে না আদালত’’, জানালেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘‘এই যে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার কৌশল চলছে এতে যোগ্যরা মার খাচ্ছেন। দু’জন অযোগ্যও যদি ঢুকে পড়ে এবং পরীক্ষায় বসে তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে। যোগ্যরা এতদিন ধরে চর্চার বাইরে থেকেও ফের প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসছেন। আদালতে থাপ্পড় খাওয়া রাজ্য সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। কোনও নিয়ম নীতি না মেনে পয়সা তোলার জন্য অনৈতিক কাজ করে। মানুষ কোর্টে চলে যায়। কোর্ট কানমলা দেয়। কোনও একটা গণতান্ত্রিক দেশে এরকম একটা সরকার কীভাবে চলতে পারে দেখে আশ্চর্য লাগে।’’
advertisement
advertisement
আরজি করের দুর্নীতি কাণ্ড অতীন ঘোষ। দিলীপ বলেন, ‘‘আর.জি করের কোটি কোটি টাকার দুর্নীতি সেইসময় সামনে এসেছিল। সেগুলো প্রমাণ করা যায়নি। দুর্নীতির সঙ্গে ওই দুর্ঘটনা জড়িত। দুর্নীতির তদন্ত সঠিক পথে এগোলে ধর্ষণ হত্যার তদন্ত সঠিক পথে এগোবে।’’
advertisement
SIR নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল। মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন ‘‘পশ্চিমবঙ্গে এসআইআর হবে না’’। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘অরূপ বলুন স্বরূপ বলুন মুখার্জি বলুন ব্যানার্জি বলুন, যখন SIR হওয়ার তখন হবেই। কেউ আটকাতে পারবে না। কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা করবেই। পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয়। পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয়। সংবিধানের অধীনে আছে পশ্চিমবঙ্গ।’’
advertisement
প্রদেশ কংগ্রেসের অফিসে তাণ্ডব প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব‍্য, ‘‘গোলমাল চলছে। ভোট আসছে তো। কোনও একটা পার্টিকে দাগিয়ে দেওয়া উচিত নয়। পুলিশের আরও সতর্ক হওয়া উচিত। কংগ্রেস কে হাইলাইট করার কোনও প্রয়োজন বিজেপির নেই। আর করেই বা কী লাভ? স্যালাইন যতই দাও কংগ্রেস উঠে দাঁড়াতে পারবে না।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ‘একজন অযোগ্য যদি পরীক্ষায় বসে...’, SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ! SIR নিয়েও বড় মন্তব‍্য বিজেপি নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement