সোমবার বাম-কংগ্রেসের বনধ, রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে পরিবহণ থেকে অফিস আশ্বাস রাজ্য সরকারের
Last Updated:
পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট ৷
#কলকাতা: সপ্তাহের শুরুতেই ভারত বনধ ৷ পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতায় এই ইস্যুকে সমর্থন করলেও বনধে থাকছে না তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে বনধের দিন রাজ্য সচল রাখার আশ্বাস দিয়েছে শাসক দল ৷
আরও পড়ুন
advertisement
একদিকে নতুন নতুন রেকর্ড গড়ে টাকার পতন, অন্যদিকে দাম বেড়ে চলায় জ্বালানির জ্বলন। এরই প্রতিবাদে কংগ্রেস ছাড়াও ১০ সেপ্টেম্বর ১২ ঘণ্টার জন্য বনধ ডেকেছে বামফ্রন্ট ও বামেদের ১৮ সহযোগী দল ৷ আগামী ১০ তারিখ সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা অবধি বামেদের ১২ ঘণ্টার বনধ চলবে গোটা ভারতে ৷ ইস্যুগুলিকে সমর্থন জানালেও বনধে কোনওভাবেই সমর্থন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
আরও পড়ুন
আগামী ৪ দিন বাতিল ১৫৮টি ট্রেন, ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা
শুক্রবার শিক্ষামন্ত্রী বলেন, বনধে নষ্ট হয় কর্মদিবস ৷ কোনওভাবেই তার পক্ষপাতী নয় সরকার ৷ ১০ সেপ্টেম্বর পথে বেরিয়ে যাতে সাধারণ মানুষ কোনও দুর্ভোগে না পড়েন তার জন্য আশ্বস্ত করেছেন তিনি ৷ রাস্তায় অন্যদিনের মতোই পর্যাপ্ত যানবাহন থাকবে এবং একইসঙ্গে সচল থাকলে সমস্ত সরকারি অফিস বলে আশ্বস্ত করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
আরও পড়ুন
২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
টাকা মাটিতে, জ্বালানি আকাশে। রোজই নয়া রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম ৷ অন্যদিকে, ক্রমাগত পড়ছে টাকার দাম পড়ছে। শুক্রবারও নিজের রেকর্ড অব্যাহত রেখে আরও দাম বাড়ল পেট্রোপণ্যের ৷ শুক্রবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৭ পয়সা এবং ডিজেলের দাম ৭৫ টাকা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2018 6:11 PM IST