সোমবার বাম-কংগ্রেসের বনধ, রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে পরিবহণ থেকে অফিস আশ্বাস রাজ্য সরকারের

Last Updated:

পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট ৷

#কলকাতা: সপ্তাহের শুরুতেই ভারত বনধ ৷ পেট্রোল, ডিজেল-সহ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে আগামী ১০ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বামফ্রন্ট ৷ কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতায় এই ইস্যুকে সমর্থন করলেও বনধে থাকছে না তৃণমূল কংগ্রেস ৷ একইসঙ্গে বনধের দিন রাজ্য সচল রাখার আশ্বাস দিয়েছে শাসক দল ৷
আরও পড়ুন 
advertisement
একদিকে নতুন নতুন রেকর্ড গড়ে টাকার পতন, অন্যদিকে দাম বেড়ে চলায় জ্বালানির জ্বলন। এরই প্রতিবাদে কংগ্রেস ছাড়াও ১০ সেপ্টেম্বর ১২ ঘণ্টার জন্য বনধ ডেকেছে বামফ্রন্ট ও বামেদের ১৮ সহযোগী দল ৷ আগামী ১০ তারিখ সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা অবধি বামেদের ১২ ঘণ্টার বনধ চলবে গোটা ভারতে ৷ ইস্যুগুলিকে সমর্থন জানালেও বনধে কোনওভাবেই সমর্থন নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
আরও পড়ুন 
আগামী ৪ দিন বাতিল ১৫৮টি ট্রেন, ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কা
শুক্রবার শিক্ষামন্ত্রী বলেন, বনধে নষ্ট হয় কর্মদিবস ৷ কোনওভাবেই তার পক্ষপাতী নয় সরকার ৷ ১০ সেপ্টেম্বর পথে বেরিয়ে যাতে সাধারণ মানুষ কোনও দুর্ভোগে না পড়েন তার জন্য আশ্বস্ত করেছেন তিনি ৷ রাস্তায় অন্যদিনের মতোই পর্যাপ্ত যানবাহন থাকবে এবং একইসঙ্গে সচল থাকলে সমস্ত সরকারি অফিস বলে আশ্বস্ত করেছেন পার্থ চট্টোপাধ্যায় ৷
advertisement
আরও পড়ুন 
২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
টাকা মাটিতে, জ্বালানি আকাশে। রোজই নয়া রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম ৷ অন্যদিকে, ক্রমাগত পড়ছে টাকার দাম পড়ছে। শুক্রবারও নিজের রেকর্ড অব্যাহত রেখে আরও দাম বাড়ল পেট্রোপণ্যের ৷ শুক্রবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৭ পয়সা এবং ডিজেলের দাম ৭৫ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সোমবার বাম-কংগ্রেসের বনধ, রাজ্য জুড়ে স্বাভাবিক থাকবে পরিবহণ থেকে অফিস আশ্বাস রাজ্য সরকারের
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement