২০০ ও ২০০০ টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র
Last Updated:
দেশবাসীর জন্য স্বস্তির নিশ্বাস ৷ নয়া নোট ২০০ ও ২০০০ টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল অর্থমন্ত্রক ৷
advertisement
advertisement
RBI নোট রিফান্ড ২০০৯ অনুসারে, শুধু মাত্র ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকারই ছেঁড়া-ফাটা নোট বদলানো যেত ৷ ২০১৬ সালের ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ এর বদলে বাজারে আসে নয়া ২০০০ টাকার নোট ৷ পরে ধীরে ধীরে ৫০০, ২০০, ৫০, ১০ ও ১০০ টাকার নয়া নোট আসে মার্কেটে ৷ কিন্তু ২০০৯ সালের নোট বদল নিয়মে ২০০০ ও ২০০ টাকার নয়া অঙ্কের নোটের উল্লেখ না থাকায় এতদিন নিয়মের বেড়াজালেই আটকে ছিল ছেঁড়া-ফাটা নোটের বদল প্রক্রিয়া ৷
advertisement
advertisement
advertisement
নোটবাতিল ঘোষণার দুই দিনের মধ্যেই অর্থাৎ নভেম্বর ২০১৬-এ RBI বাজারে আনে ২০০০ টাকার নতুন নোট ৷ ২০০ টাকার আত্মপ্রকাশ ঘটে সেপ্টেম্বর ২০১৭ সালে ৷ এই দীর্ঘ সময়ে ব্যাঙ্ক ছেঁড়া ২০০ ও ২০০০ টাকার নোট বদলে না দেওয়ায় নোটগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন গ্রাহকেরা ৷ এরকম অবস্থায় বহু নয়া ২০০ ও ২০০০ টাকার ছেঁড়া, ফাটা ও ময়লা নোট অচল হয়ে পড়ে রয়েছে সাধারণের পকেটে ৷ এবার সেই নোটগুলির ভবিষ্যত নিয়ে দেখা দিল আশার আলো ৷
