Zero Gold Wedding : সামর্থ্য সত্ত্বেও বর্জন সোনার গয়না, নিজের ব্যয়ে বিয়ে করলেন বাবা-মায়ের একমাত্র মেয়ে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Zero Gold Wedding : ভারতীয় সমাজে বিয়ে মানেই যে মেয়ের বাবার কাঁধে স্বর্ণালঙ্কার যোগাড় করার পাহাড়প্রমাণ চাপ—সেই ধারণা চূর্ণ করেছেন এই সাহসিনী৷
কলকাতা : এক কুচি সোনাও নয়! ইমিটেশন বা নকল গয়না পরে বিয়ে! শুনে আকাশ থেকে পড়েছিলেন সকলে৷ ছাড়েননি প্রশ্ন করতেও৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন জুহি সাঁতরা৷ তাঁর বিয়ে হবে সম্পূর্ণ স্বর্ণশূন্য আয়োজনে (Zero Gold Wedding)! ভারতীয় সমাজে বিয়ে মানেই যে মেয়ের বাবার কাঁধে স্বর্ণালঙ্কার যোগাড় করার পাহাড়প্রমাণ চাপ—সেই ধারণা চূর্ণ করেছেন এই সাহসিনী৷
সামাজিক মাধ্যমে জুহির (Juhi Santra) প্রোফাইল বলছে তিনি বেঙ্গালুরুর বাসিন্দা এবং একটি ভ্রমণ সংস্থার কর্ণধার৷ ফেসবুকে নিজেই জানিয়েছেন তাঁর বিপরীতমুখী সিদ্ধান্তের কথা৷
আরও পড়ুন : বিয়েবাড়ির সাজেই বৌভাতের ভোজের বেঁচে যাওয়া খাবার নিজের হাতে দরিদ্রদের খাওয়ালেন তরুণী
বাবা মায়ের একমাত্র মেয়ে জুহি জানিয়েছেন শুধু ইমিটেশনের গয়নাই নয়৷ তিনি বিয়ে করেছেন সম্পূর্ণ নিজের খরচে৷ আর্থিকভাবে যতটা পেরেছেন সাহায্য করেছেন৷ একমাত্র মেয়ের বিয়ে নিয়ে তাঁদের যা যা স্বপ্ন ছিল, একে একে পূর্ণ করেছেন সব৷
advertisement
advertisement
আরও পড়ুন : আর অপেক্ষা নয়, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? জানাল আবহাওয়া দফতর
জুহি ইংরেজিতে যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘বরমাল্য থেকে অলঙ্কার, জুতো থেকে হ্যান্ডব্যাগ, মুকুট থেকে শাড়ি, মেকআপ শিল্পী থেকে আলোকচিত্রী—আমার সামর্থ্য অনুযায়ী সব করেছি আমি৷’’ কিন্তু এত আয়োজনের পরও সোনার গয়না নয় কেন? প্রতি মুহূর্তে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে৷ তাঁদের তিনি জানিয়েছেন, ‘‘প্রথমেই বলে রাখি বাবা মা আমাকে যথেষ্ট যোগ্য করেছেন যাতে ইচ্ছে হলে আমি আমার জীবনের কিছু সিদ্ধান্ত নিজেই নিতে পারি এবং নিজের অলঙ্কারও নিজে কিনতে পারি৷ কিন্তু অলঙ্কারের জন্য আমার এই মুহূর্তে বেশি অর্থ ব্যয় করতে ইচ্ছে করছে না৷ এবং বিয়েতে নিজের জন্য সোনার গয়না না কেনার সিদ্ধান্ত সম্পূর্ণ আমার পছন্দ৷’’
advertisement
আরও পড়ুন : 'সেই বর্ষণমুখর রাত', কবিগুরু তর্পণে মদন মিত্র, শুনে নিন তাঁর রবীন্দ্রসঙ্গীত
জুহি আরও জানিয়েছেন, তিনি চাননি মেয়ের বিয়ের জন্য কোনও চাপ তাঁর বাবামায়ের উপর পড়ুক৷ তাঁরা অনেক করেছেন এবং তাঁর জীবনের শেষবিন্দু পর্যন্ত বাবা মাকে তিনি যে কোনও মূল্যে রক্ষা করে যাবেন৷ জানিয়েছেন দৃঢ়প্রতিজ্ঞ জুহি৷ তাঁর এই সিদ্ধান্ত তথা পোস্ট মন জয় করেছে নেটদুনিয়ার৷ সামাজিক মাধ্যমের বিভিন্ন অংশে শেয়ার করা হয়েছে জুহির পোস্ট৷ তাঁকে বাহবা জানিয়েছেন নেটিজেনরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2021 7:44 PM IST