Bengal Bjp: বাংলার সবচেয়ে হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে নজর বিজেপির! ছক কষা শুরু, কী প্ল্যান শুরু করে দিল বিজেপি জানেন!
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal Bjp: তৃণমূলের গড় দক্ষিণ কলকাতায় বাড়তি নজর বিজেপির।
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বাড়তি নজর দক্ষিণ কলকাতায়। বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ের হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতা তৃণমূলের গড় নামেই পরিচিত। তাই দক্ষিণ কলকাতাতেই তৃণমূলকে হারানোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে বিজেপি।
এবার সেই লক্ষ্যে দক্ষিণ কলকাতাতে বাড়তে গুরুত্ব দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। জেলা নেতৃত্বকে বার্তা দেওয়া হয়েছে প্রত্যেকটি বুথে কম করে ৫০ জন সদস্য সংখ্যা বাড়াতে হবে। বুথে যে পরিমাণ সদস্য সংখ্যা রয়েছে তা যথেষ্ট নয় বলেই মনে করছে বঙ্গ বিজেপি নেতারা। তাই বুথ পিছু বিজেপির সদস্য সংখ্যা বাড়িয়েই সংগঠন মজবুতের পরামর্শ দিচ্ছেন নেতৃত্ব।
advertisement
advertisement
জেলা কমিটি, রাজ্য কমিটি তৈরির কারণে বিজেপির রাজ্য দফতর সল্টলেক অফিসে গত ১ অগাস্ট থেকে চলছে বৈঠক। বিজেপি সূত্রে খবর, সেখানেই দক্ষিণ কলকাতার জেলা সভাপতি সহ কর্মীদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, কোথায় কোন বুথে খামতি রয়েছে, কোথায় তাদের সংগঠন মজবুত করা সম্ভব হয়েছে পূর্বের তুলনায়, পুরোটাই রিপোর্ট আকারে জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে।
advertisement
দক্ষিণ কলকাতার কর্মী সমর্থকদের আগামী দিনে মাঠে ময়দানে নেমে লড়াইয়ের বা আন্দোলনের মাধ্যমে শাসক বিরোধী কর্মসূচি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সেই সকল শাসক বিরোধী কর্মসূচি বাড়ানোর ব্যাপারে কী ভাবছে কর্মী ও জেলা নেতৃত্ব, সে ব্যাপারেও খোঁজ নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সুতরাং বলা যায় আগামী দিনে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ভবানীপুর সহ দক্ষিণ কলকাতার কেন্দ্রগুলোকে বাড়তি নজরে রেখে সেখান থেকেই জয় রথ যাত্রা শুরু করতে কোমর বেঁধে লেগেছে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
এর আগে ২০২৪-এর লোকসভা কিংবা ২০২১-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার বেশ কিছু বুথে বিজেপির ভাল ফল দেখা গিয়েছিল। সেই ফলাফল ও বুথগুলোকেই টার্গেট করে আগামী নির্বাচনে দক্ষিণ কলকাতার রাজনৈতিক গুঁটি সাজাতে চাইছে বঙ্গের পদ্ম শিবির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 1:43 PM IST

