Panchayat Election 2023: ভোট ঘোষণার পরেই রাজনৈতিক ডামাডোল, রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি! রয়েছে 'বড়' আর্জি
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
Panchayat Election 2023: সরকার এবং কমিশনকে চাপে রাখতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করা হোক, এই আর্জি নিয়ে আজ শনিবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, কমিশনের তরফে প্রকাশিত ভোটের নির্ঘণ্ট নিয়েও রাজ্যপালকে নালিশ জানাতে পারে গেরুয়া শিবির। সকাল ১১টায় রাজ্য বিজেপি সভাপতি সকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন।
‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে’, এই অভিযোগ বারবারই করে থাকেন বাংলার পদ্ম শিবিরের নেতারা। ‘মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদে খুনের ঘটনা ঘটেছে। প্রথম দিনেই যদি রাজ্যের আইনশৃঙ্খলার এই পরিস্থিতি হয়, তাহলে রাজ্যে কীভাবে সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করবে রাজ্য পুলিশ?’ ইতিমধ্যেই এই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
advertisement
advertisement
রাজ্য পুলিশের উপর তাদের আস্থা নেই, এই কথা হামেশাই শোনা যায় রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির মুখে। শুক্রবারই শান্তিপূর্ণ ভোটের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি এবং কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির।
advertisement
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় বৈঠক না করে ভোটের দিন ঘোষণা-সহ নানান বিষয় নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির পাশাপাশি পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বও। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোরও কার্যত একই সুর। যদিও রাজ্য নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড়। নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সরকার এবং কমিশনকে চাপে রাখতে এবার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি, মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2023 7:19 AM IST










