WB Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
West Bengal Panchayat Election 2023: নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একাধিক বিষয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে৷ মনোনয়নের সময়সীমা অত্যন্ত কম বলে দাবি করেন বিরোধীরা৷
কলকাতা: পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেওয়া হল বিজেপি ও কংগ্রেসকে৷ মামলার অনুমতি দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে বিজেপির আইনজীবী শ্রীজীব চক্রবর্তী ও কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন৷
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই একাধিক বিষয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে৷ মনোনয়নের সময়সীমা অত্যন্ত কম বলে দাবি করেন বিরোধীরা৷ মাত্র ছ’দিনের মধ্যে হাজার-হাজার প্রার্থী কী করে মনোনয়ন জমা দেবেন, তা নিয়ে প্রশ্ন ওঠে৷ শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, এক একজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার জন্য ৩৯ সেকেন্ড সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন৷ কী ভাবে ছ’দিনে এটি সম্ভব, প্রশ্ন তোলা হয়৷
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর আইনজীবীর তরফ থেকে অভিযোগ করা হয়, বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয় এই রাজ্যে৷ অনুমান নয়, এটাই বাস্তব এই রাজ্যে৷ কেন্দ্রীয় ভাবে মনোনয়ন দাখিলের সুযোগ দেওয়া হোক৷
West Bengal Panchayat Election 2023: হাতে সময় ছ’দিন, মাঝে রবিবার! পঞ্চায়েতে মনোনয়নের স্লগ ওভার শুরু শুক্রবার থেকে
এই নিয়েই বিজেপি ও কংগ্রেসের তরফ থেকে পঞ্চায়েত ভোট নিয়ে জনস্বার্থ মামলার অনুমতিও দেওয়া হয়৷ পাশাপাশি, আবেদনে কেন্দ্রীয় বাহিনী, সিসিটিভির নিরাপত্তায় ভোট করার আবেদনও করা হয়৷ পাশাপাশি, অধীর চৌধুরী দাবি করেছেন, অনলাইনে মনোনয়ন দেওয়া হয়৷ এই নিয়ে শুক্রবারই শুনানি হবে৷
advertisement
এই আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অফিসারদেরও এই মামলার একটি অংশ হিসাবে আদালতে থাকতে হবে৷ দুপুরেই এই মামলার শুনানি হবে বলেই জানানো হয়েছে৷ পশ্চিমবঙ্গে এক দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ জুলাই৷ আর সেই ভোটের ফল প্রকাশিত হবে আগামী ১১ জুলাই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 12:35 PM IST