Bengal BJP: ২০২৬ সালের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবচেয়ে বড় স্ট্র্যাটেজি কী? নেতা-কর্মীদের কাছে চলে গেল বিরাট নির্দেশ! কী ঠিক হল?
- Published by:Suman Biswas
- Reported by:Susmita Mondal
Last Updated:
Bengal BJP: বিজেপি সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্যতম ইস্যু ভাষা আন্দোলনের পাল্টা কর্মসূচি গ্রহণ করে আন্দোলনমুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ নেতৃত্বের তরফে।
কলকাতা: শাসক দলের ভাষা আন্দোলনের পাল্টা স্ট্রাটেজি ঠিক করতে ব্যস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী আক্রান্ত এবং বাংলা বাঙালি অস্মিতা বাঁচানোর লক্ষ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর মাস্টারস্ট্রোকের পাল্টা বঙ্গ বিজেপি কোন অস্ত্রে ঘায়েল করতে চাইছে, তা জানতে এবার ভাষা আন্দোলনের পাল্টা আন্দোলন কর্মসূচির পরিকল্পনা করতে বলা হয়েছে বঙ্গ বিজেপির সকল স্তরের নেতৃত্বকে।
বিজেপি সূত্রে খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে শাসকদলের অন্যতম ইস্যু ভাষা আন্দোলনের পাল্টা কর্মসূচি গ্রহণ করে আন্দোলনমুখী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ নেতৃত্বের তরফে। বিজেপি সূত্রে খবর, জেলার প্রতিটি বুথ স্তরে বঙ্গ বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলা বাঙালির জন্যই আছে বিজেপি- এই বার্তা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে। শুধু তাই নয়, বাংলা ভাষার জন্য এ রাজ্য সরকার কিছুই করেনি, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় সরকার- এই বক্তব্য প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্তরে।
advertisement
আরও পড়ুন: ‘এটা সরাসরি অপমান!’ পদত্যাগ করেই ফুঁসে উঠলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! আসল কারণ কোন ‘নারী’? স্পষ্ট করে দিলেন সব! সরাসরি নিলেন নাম
advertisement
পাড়ায় রাস্তায়, গ্রামে গঞ্জে, শহরে সর্বত্র বাংলা ভাষায় এবং বাঙালির জন্য কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ও তার ফলাফল সম্পর্কে তথ্য বলতে হবে মানুষকে – এমনই একাধিক নির্দেশিকা গিয়েছে সকল জেলা ও বুথ স্তরের কর্মীদের কাছে। গেরুয়া শিবির সূত্রে আরও জানা যাচ্ছে, বাঙালি শিল্পী কবি সাহিত্যিকদের সম্মান করে বিজেপি রাজ্য সহ ভিন রাজ্যে এমনকি গোটা দেশে বাঙালিদের রুটি রুজির যোগান দিয়েছে, এই ধরনের বার্তা এবং প্রচারে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্তরের কর্মীদের।
advertisement
ভাষা আন্দোলনের পাল্টা আন্দোলন কর্মসূচির প্রসঙ্গে ঝাঁঝ বাড়িয়ে বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, যে কোনও জায়গায় বিপদে পড়া বাংলার মানুষকে বিজেপি সহযোগিতা করবে। বিজেপি আগামী দিনে কৌশল ঘোষণা করবে।ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তৃণমূল যে বক্সে গান বাজিয়ে নাচানাচি করছে, সেই বক্সের তারটা আমরা আগামীদিনে কেটে দেব।”
advertisement
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, ”তৃণমূলের পালটা কর্মসূচি ঘোষণা করার মতো খারাপ দিন এখনও পর্যন্ত বিজেপির আসেনি। তবে মানুষকে বলব, আপনারা সতর্ক থাকুন, ভরসা রাখুন বিজেপির উপর। একটা বছর অপেক্ষা করুন, নতুন ভারতবর্ষ নতুন বাংলা উপহার দেব আমরা।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 8:01 PM IST

