‘দুর্নীতি-সহ একাধিক ইস্যু থেকে নজর ঘোরাতেই বিধানসভায় বঙ্গভঙ্গ প্রস্তাব...’ বলছে পদ্ম শিবির
- Published by:Siddhartha Sarkar
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
বঙ্গভঙ্গ ইস্যুতে বিজেপি বিধায়কদের পাশে নেই দল। অবস্থান স্পষ্ট করল রাজ্য বিজেপি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সরকার তথা শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘দুর্নীতি, অস্ত্রের ভান্ডার-সহ একাধিক ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘোরাতেই বিধানসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে আসা হয়েছে। কে বলেছে বঙ্গভঙ্গের কথা? কখন বলেছে? কোথায় বলেছে? আজকে পাহাড়ে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে একসময় তৃণমূল রাজনৈতিক স্বার্থে তাদের অন্যায্য দাবির কাছে নতিস্বীকার করেছে।’’
শমীক ভট্টাচার্য এদিন আরও বলেন, ‘‘যে গর্ভ থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে সেই কংগ্রেস একসময় যারা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার চক্রান্ত করেছিল। সেই দলের ডিএনএ বহনকারী তৃণমূল কংগ্রেসের কোনও নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই এই ধরনের প্রস্তাব বিধানসভায় আনার। সরকারি টাকা অপচয় করে, সময় নষ্ট করে সোমবার যারা বিধানসভায় বঙ্গভঙ্গের প্রস্তাব নিয়ে এল তারা বিধানসভার গরিমাকে নষ্ট করল।’’ শাসকদলের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে গতকাল তুমুল হট্টগোল হয় বিধানসভায়। বিধায়ক সাবিনা ইয়াসমিনের মন্তব্য ঘিরে বিজেপি বিধায়কেরা তুমুল শোরগোল করেন। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে সুর চড়ান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি বিধায়কেরাও। এদিন আলোচনায় ওঠে জগদীপ ধনখড় প্রসঙ্গও।
advertisement
advertisement
বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনেন তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী এবং হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন। প্রস্তাবের সপক্ষে আলোচনা করতে গিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘জন বারলা মানুষকে ভুল বোঝাতে শুরু করেন। পৃথক উত্তরবঙ্গের কথা বলেন। ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়কও বাংলা ভাগের কথা বলেন।’’ এরপরেই ধনখড়ের প্রসঙ্গ টেনে এনে মন্ত্রী ফিরহাদ হাকিমের অভিযোগ, ‘‘রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় পিছন থেকে সাপোর্ট করতেন।’’
advertisement
বিজেপি বিধায়কেরাও এদিন অংশ নন বঙ্গভঙ্গ বিরোধী আলোচনায়। বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা থেকে দীপক বর্মণ উত্তরবঙ্গের বর্তমান অবস্থা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন অধিবেশন কক্ষে। ফিরহাদ হাকিমের মন্তব্যের পরেই শোরগোল শুরু করেন শুভেন্দু অধিকারী-সহ বাকি বিজেপি বিধায়কেরা। শেষে অবশ্য জগদীপ ধনখড়ের প্রসঙ্গ রেকর্ড থেকে বাদ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে বাংলার পদ্ম শিবির বিজেপি রাজ্য দফতরে বসে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়েছে, ‘‘বঙ্গভঙ্গ তারা কখনোই সমর্থন করেন না। যারা এই কথা বলছেন সেটা তাদের নিজেদের মত। দলের কথা নয় ৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 10:11 AM IST
