Sukanta Majumdar: লক্ষ্য তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক ! ‘বিজেপি ক্ষমতায় এলেই ৫০০ নয়, লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা...’ ঘোষণা সুকান্ত মজুমদারের

Last Updated:

কোনও কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাজনৈতিক স্বার্থে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে । ঠিক এই ভাষাতেই সরকারকে আক্রমণ শানান বাংলার পদ্ম নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করল গেরুয়া শিবির।

লক্ষ্য তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক, ‘বিজেপি ক্ষমতায় এলেই ৫০০ নয়, লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা...’ ঘোষণা সুকান্ত মজুমদারের
লক্ষ্য তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক, ‘বিজেপি ক্ষমতায় এলেই ৫০০ নয়, লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা...’ ঘোষণা সুকান্ত মজুমদারের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, পুরুলিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে হামেশাই কটাক্ষ করে থাকেন এ রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। কোনও কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাজনৈতিক স্বার্থে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে । ঠিক এই ভাষাতেই সরকারকে আক্রমণ শানান বাংলার পদ্ম নেতারা। পঞ্চায়েত নির্বাচনের আগে সেই লক্ষ্মীর ভান্ডারকেই হাতিয়ার করল গেরুয়া শিবির।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর আগে বলেছিলেন যে, বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে ২০০০ টাকা করে দেওয়া হবে। আর এবার সুকান্ত মজুমদারের ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। সোমবার পুরুলিয়াতে পদযাত্রার পর দলীয় সভায় যোগ দিয়ে নিজের বক্তব্য রাখার সময় বঙ্গ পদ্ম শিবিরের সেনাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিজেপি সরকারে এলেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেও সেই প্রকল্পকেই ফের মান্যতা দিল বঙ্গ বিজেপি বলেই মত রাজনৈতিক মহলের।
advertisement
advertisement
তবে প্রতি মাসে মহিলাদের শুধু তিন হাজার টাকা করে দেওয়াই নয়, তাঁদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে বলে এদিন জানান সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত এও বলেন, ‘‘এই সরকারের রাজ্যের উন্নয়নের দিকে নজর নেই। ভোট ব্যাঙ্কের স্বার্থে শুধু দান খয়রাতি করে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটের পথে নিয়ে যাচ্ছে। দুর্নীতির বদলে রাজ্যে সার্বিক উন্নয়নে বিকল্প একমাত্র বিজেপিই।’’
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের কাছে টানার লক্ষ্যেই লক্ষ্মীর ভান্ডারে ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, মহিলাদের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেছে। তাই মহিলাদের ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ টাকা থেকে ৩০০০ টাকা করার ঘোষণা করলেন সুকান্ত মজুমদার।
advertisement
সরকার তথা শাসকদলের বিরুদ্ধে সুর চড়ানোর পাশাপাশি পুরুলিয়ার সভা থেকে সুকান্ত মজুমদার পুলিশকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে নিরপেক্ষ থাকলে আমাদের কাছ থেকে সম্মান পাবেন। আর যদি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন তাহলে পুলিশকেও ছেড়ে কথা বলা হবে না ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: লক্ষ্য তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক ! ‘বিজেপি ক্ষমতায় এলেই ৫০০ নয়, লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা...’ ঘোষণা সুকান্ত মজুমদারের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement