Bengal BJP: বিধানসভা নির্বাচনের আগে তৈরি টিম শমীক, মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যাল 

Last Updated:

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর নতুন টিম প্রায় তৈরি। অমিত শাহ এর থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই তৈরি টিম ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক।

বিধানসভা নির্বাচনের আগে তৈরি টিম শমীক, মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রীন সিগন্যাল 
বিধানসভা নির্বাচনের আগে তৈরি টিম শমীক, মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রীন সিগন্যাল 
কলকাতা: নির্বাচনের আগে বাংলার সংগঠন এবং মাটি শক্ত করতে মরিয়া বিজেপি। বিজেপির রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্যর নতুন টিম প্রায় তৈরি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরনোদের গুরুত্ব দিয়ে রাজ‌্য বিজেপির পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে কমিটির রদবদল নিয়ে আলোচনা করেছেন তিনি। শাহর গ্রিন সিগন‌্যালও পেয়ে গিয়েছেন বলে খবর। এবার শুধু নয়া কমিটি যেটা হতে চলেছে তা রাজ‌্য আরএসএসের অনুমোদনের জন‌্য পাঠানো হবে। সবুজ সংকেত মিললেই রাজ‌্য পদাধিকারীদের নয়া কমিটি ঘোষণা করবেন শমীক। আর তা ঘোষণা হবে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই।
শমীক ভট্টাচার্য তাঁর কাজের সুবিধার জন্য ফিরিয়ে নিয়ে আসছেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। জানা গিয়েছে, নতুন কমিটি তৈরির ক্ষেত্রে পুরনো এক রাজ্য সভাপতির ভূমিকা থাকছে। একসময় শমীক তাঁর জুটি ছিলেন রাজ্য বিজেপিতে। দল থেকে হারিয়ে যাওয়া বা বসে যাওয়া বেশ কিছু নেতা এবং সাসপেন্ডেড কয়েকজন নেতাকে শাস্তি তুলে কমিটিতে নিয়ে আসা হচ্ছে।
advertisement
advertisement
বিজেপি সূত্রের খবর, রাজ্যের একাধিক বিষয় নিয়ে অমিত শাহ ও শমীক ভট্টাচার্যের মধ্যে কথাবার্তা হয়েছে। দলের বর্তমান অবস্থা সম্পর্কেও কথা হয়েছে। ভিনরাজ্যে আক্রান্ত বাঙালিরা। এই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই অভিযোগের তীর। এই পরিস্থিতিতে বঙ্গে বিজেপির ভীত শক্ত করতে একমাত্র অস্ত্র পদ্ম শিবিরের আদি বাঙালি নেতৃত্ব এমনটাই মনে করছে রাজ্য বিজেপি পদাধিকারীরা। বিজেপি সূত্রের খবর, বাংলা ভাষা ও বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। তারই পাল্টা জবাব যাতে গেরুয়া শিবির দিতে পারে তারই ব্যবস্থা করছে বিজেপি।
advertisement
অন্যদিকে টিম শমীকের তৈরি রাজ্য কমিটিতে কে কে থাকবেন তা নিয়ে চিন্তায় ঘুম উড়েছে বিজেপি রাজ্য নেতৃত্বের একাংশের। সূত্রের খবর আগামী নির্বাচনে প্রার্থী হতে চেয়ে কিংবা কমিটিতে পদ পেতে  ভুরি ভুরি মেল আসছে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে , ভিড় বাড়ছে রাজ্য সভাপতির চারপাশেও । তবে অমিত শাহের গ্রীন সিগন্যালের পর নতুন রাজ্য কমিটিতে কাকে রাখবেন শমীক ভট্টাচার্য সে নিয়ে জল্পনা তুঙ্গে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: বিধানসভা নির্বাচনের আগে তৈরি টিম শমীক, মিলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যাল 
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement