Bayron Biswas: 'বিপাকে' বায়রন বিশ্বাস...! তৃণমূলে যোগ দেওয়া 'কংগ্রেস' বিধায়কের বিরুদ্ধে হাইকোর্টে মামলা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। ২৯ মে দলবদল করে তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস।
কলকাতা: বায়রন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে মামলা দায়ের হল আদালতে। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সৌমশুভ্র রায়। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। ২৯ মে দলবদল করে তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস।
কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যে দলবদল করেছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বাযরন বিশ্বাসের দলত্যাগে তাঁর বিধায়ক পদ বাতিল সংক্রান্ত এই মামলার শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হওয়ার সম্ভাবনা। ভোটে জেতার তিনমাসের মধ্যে দলবদল করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বায়রন বিশ্বাস, এমনটাই দাবি করা হয়েছে জনস্বার্থ মামলায়।
advertisement
advertisement
সাগরদিঘি উপনির্বাচনে জিতে উলটপুরাণ ঘটিয়েছিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের টিকিটে সাগরদিঘি থেকে নির্বাচিত হয়েছিল বায়রন বিশ্বাস। বাম সমর্থিত কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন তিনি। তাঁর জয়ে বাংলায় তৈরি হয়েছির সাগরদিঘি মডেল।
advertisement
রাতারাতি নজির হয়ে উঠেছিলেন এই বিধায়ক। আর এই সাগরদিঘি মডেলকে সামনে রেখেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততে চাইছিল বাম-কংগ্রেস জোট। বায়রনের তৃণমূলে যোগ তাই সব দিক থেকেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 6:29 PM IST