Mamata Banerjee On Rujira: রুজিরা প্রসঙ্গে চড়া সুর মমতার...! অভিষেক-পত্নীকে ইডির তলব নিয়ে 'বিস্ফোরক' মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee On Rujira: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। আগামী ৮ জুন সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এবার এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রুজিরা প্রসঙ্গে চড়া সুর মমতার
রুজিরা প্রসঙ্গে চড়া সুর মমতার
কলকাতা : তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী দল ইডি। আগামী ৮ জুন সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। এবার এই নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় এজেন্সির পদক্ষেপের নিন্দা করে মমতা বলেন, “অমানবিক জিনিস চলছে”। রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন চড়া সুর শোনা যায় মমতার গলায়। তিনি বলেন, ‘রুজিরাকে আটকানো অমানবিক। মৃত্যু মিছিলের মধ্যে দানবীয় কাজ’।
advertisement
advertisement
বস্তুত এদিন একের পর এক ধাক্কার মুখে পড়েন অভিষেক জায়া। সোমবার সকালেই দুই-সন্তান-সহ বিদেশ সফরের পথে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয় বিমানবন্দরে। দুবাই যাচ্ছিলেন তিনি। সেই সময়ই বিমান বন্দরে অভিবাসন দফতরের কর্মীরা তাঁকে বাধা দেন। এমনকি এয়ারপোর্ট থেকে বেরোতেও প্রাথমিকভাবে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে।
advertisement
আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আগামী ৮ জুন বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee On Rujira: রুজিরা প্রসঙ্গে চড়া সুর মমতার...! অভিষেক-পত্নীকে ইডির তলব নিয়ে 'বিস্ফোরক' মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement