Rujira Banerjee || Coal Smuggling Case: বিমানবন্দরে আটকানোর পরই রুজিরাকে ইডির তলব! একদিনে জোড়া ধাক্কার মুখে 'অভিষেক-জায়া'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Anup Chakraborty
Last Updated:
Rujira Banerjee || Coal Smuggling Case: আগামী ৮ জুন বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা : কয়লা পাচার মামলায় ফের রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এদিন সকালে দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ডেকে পাঠানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
আগামী ৮ জুন বৃহস্পতিবার অভিষেকের স্ত্রীকে তলব করেছে ইডি। কয়লা পাচার মামলাতে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সোমবার সকালে দুবাই যেতে ‘বাধা’ দেওয়া হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে! ছেলে-মেয়ে-সহ হঠাৎ বিমানবন্দরে আটকে দেওয়া হয় অভিষেক পত্নীকে।
advertisement
advertisement
কলকাতা: দুই সন্তান-সহ বিমানবন্দরে বাধার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সোমবার অভিষেকের স্ত্রী এবং দুই সন্তান দুবাই যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তাদের আটকে দেয় অভিবাসন দফতরের কর্মীরা৷ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ক্ষুব্ধ এই ঘটনায়।
advertisement
যদিও উচ্চপদস্থ আধিকারিকরা স্বীকার করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে আটকানোর কথা। তবে সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ও সন্তানকে ইমিগ্রেশন দফতর দমদম এয়ারপোর্টে আটকে দেয় সোমবার সকালে। এমনকি তাঁদের বাইরে যেতেও দেওয়া হয়নি। ঘটনার আকস্মিকতায় অভিষেকের স্ত্রী কান্নাকাটি করছিলেন বলেও সূত্রের খবর।
রুজিরা বন্দ্যোপাধ্যায় আজ দুবাই যাওয়ার সময় ইমিগ্রেশন পয়েন্টে তাঁকে আটকানো হয়। যেহেতু তাঁর নামে বিদেশ যেতে মানার নোটিশ আছে তাই তাঁকে ওখান থেকে বের করে দেওয়ার পর, বিমান বন্দর থানা খুব সম্ভবত তাঁকে বিমান বন্দর এলাকা থেকে বের করে দিয়েছে বলেই সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 2:11 PM IST