Rujira Banerjee ||Abhishek Banerjee: অভিষেক-পত্নীকে দুবাই যেতে 'বাধা'! ছেলে-মেয়ে-সহ রুজিরাকে আটকে দেওয়া হল বিমানবন্দরেই
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rujira Banerjee ||Abhishek Banerjee: সোমবার অভিষেকের স্ত্রী এবং দুই সন্তান দুবাই যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তাদের আটকে দেয় অভিবাসন দফতরের কর্মীরা৷
কলকাতা: দুই সন্তান-সহ বিমানবন্দরে বাধার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সোমবার অভিষেকের স্ত্রী এবং দুই সন্তান দুবাই যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ তাদের আটকে দেয় অভিবাসন দফতরের কর্মীরা৷ তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ক্ষুব্ধ এই ঘটনায়।
যদিও উচ্চপদস্থ আধিকারিকরাতারা স্বীকার করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে আটকানোর কথা। তবে সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ও সন্তানকে ইমিগ্রেশন দফতর দমদম এয়ারপোর্টে আটকে দেয় সোমবার সকালে।
advertisement
advertisement
এমনকি তাঁদের বাইরে যেতেও দেওয়া হয়নি। ঘটনার আকস্মিকতায় অভিষেকের স্ত্রী কান্নাকাটি করছিলেন বলেও সূত্রের খবর।
advertisement
রুজিরা বন্দ্যোপাধ্যায় আজ দুবাই যাওয়ার সময় ইমিগ্রেশন পয়েন্টে তাঁকে আটকানো হয়। যেহেতু তাঁর নামে বিদেশ যেতে মানার নোটিশ আছে তাই তাঁকে ওখান থেকে বের করে দেওয়ার পর, বিমান বন্দর থানা খুব সম্ভবত তাঁকে বিমান বন্দর এলাকা থেকে বের করে দিয়েছে বলেই সূত্রের খবর।
প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও বিমানবন্দরে আটকানো হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। গতবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে বিমানবন্দরে অভিবাসন দফত। যখন আটকেছিল তখন একটি বিতর্ক তৈরি হয়েছিল। তাই এবারে একেবারে সতর্ক অভিবাসন দফতর। সূত্রের খবর বিমান বন্দর থেকে বেরোনোর আগেই সমস্ত কিছু সই করিয়ে নেওয়া হয়েছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 12:25 PM IST