Monsoon: জ্বালাপোড়ায় জেরবার বাংলা! পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে কবে? তীব্র তাপপ্রবাহের মধ্যেই আপডেট দিল আইএমডি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Monsoon: আরও এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দক্ষিণ বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপরও বিরাজ করছে মৌসুমী অক্ষরেখা। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষরেখার উত্তর সীমা রয়েছে লাক্ষাদ্বীপ এবং কেরলের দক্ষিণ-পশ্চিম দিকে।
advertisement
advertisement
advertisement
advertisement
আই এম ডি-র পূর্বাভাস জানাচ্ছে, বর্তমানে সাগরে বর্ষা এগিয়ে যাওয়ার অনুকূল পরিস্থিতি রয়েছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিনের মধ্যে তা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে। তবে সাগরে তৈরি হতে চলা নিম্নচাপের ওপর বর্ষা আগমনের বিষয়টি অনেকটাই নির্ভর করবে। এবছর বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
এরই মধ্যে জানা গিয়েছে, আগামী ৬ এবং ৭ জুন আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এই আবহে মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সিস্টেমটি বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানা গিয়েছে। এদিকে বঙ্গোপসাগরেও আগামী কয়েকদিনে একটি সিস্টেম দেখা দিতে পারে। এদিকে আরব সাগরে তৈরি হওয়া সিস্টেমটি কোনদিকে এগোবে, তা নিয়ে এখনও নিশ্চিত কিছু বলতে পারেনি মৌসম ভবন।
advertisement
এরই মাঝে রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। আইএমডি জানিয়েছে, আজ কেরল, আন্দামান এবং তামিলনাড়ুর কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মধ্য মহারাষ্ট্র, পশ্চিম মধ্যপ্রদেশ এবং ওড়িশায় হতে পারে শিলা বৃষ্টি। এরই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী কয়েকদিন হালকা বৃষ্টি হতে পারে।
advertisement