West Bengal Weather Update: রাজ্য জুড়ে জমিয়ে শীতের আমেজ ! আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Weather Report: আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। পূবালি হাওয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
কলকাতা: রাজ্য জুড়ে জমিয়ে শীতের আমেজ। সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তা কমার সম্ভাবনা। কলকাতায় (Kolkata Weather) আজ, সোমবার আরও নেমে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ঢুকলো পুরুলিয়া ও শ্রীনিকেতনে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। পূবালি হাওয়ায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather Forecast) ৷
নতুন করে নিম্নচাপের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সুমাত্রা উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ আগামী সপ্তাহের মঙ্গল-বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
advertisement
advertisement
এদিকে রাজ্য জুড়ে ক্রমশ নামছে পারদ। সকালে জমিয়ে শীতের আমেজ। কলকাতাতে ১৯ ডিগ্রির নিচে তাপমাত্রা। পাহাড়েও আট ডিগ্রির নিচে নামল পারদ। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা (সেলসিয়াস)
দার্জিলিং - 8.5
কালিম্পং- 12.5
পুরুলিয়া- 14.1
advertisement
কোচবিহার- 14.7
শিলিগুড়ি -15
শ্রীনিকেতন -15
বাঁকুড়া -15.7
পানাগড়- 16
জলপাইগুড়ি- 16.1
কৃষ্ণনগর- 16.4
বর্ধমান -17
দিঘা- 17
আসানসোল- 17.2
কলাইকুন্ডা- 17.4
বালুরঘাট- 17.5
advertisement
মেদিনীপুর- 17.6
বারাকপুর- 18.2
শুষ্ক আবহাওয়ার শুরু বঙ্গে। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হেমন্তের পরিবেশ সারা বাংলা জুড়ে। রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকায় শীতের আমেজ থাকছে। খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকবে। রাতে ও সকালের দিকে রীতিমতো শীতের আমেজ অনুভূত হচ্ছে। পশ্চিমের জেলা গুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। এরকম পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন। এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর ৷
advertisement
এদিকে নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সুমাত্রা উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ আগামী মঙ্গল-বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৷ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরো শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে।
advertisement
বিশ্বজিৎ সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 08, 2021 7:45 AM IST







