Shatadru Dutta : ১৪ দিন জেল হেফাজত, তার পরও রেহাই নেই শতদ্রু দত্তের! রবিবারও হতাশ হলেন মেসির ভারত সফরের আয়োজক
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Shatadru Dutta : এদিন হাতে গীতা নিয়ে আদালতে প্রবেশ করেন মেসির গোট ইন্ডিয়া ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। কিন্তু তাঁর জামিন বাতিল হয়ে গেল আবার।
কলকাতা : শতদ্রু দত্তের জামিন আবার বাতিল!
এদিন হাতে গীতা নিয়ে আদালতে প্রবেশ করেন মেসির গোট ইন্ডিয়া ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। আজ, রবিবার তাঁর পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। ফলে রবিবার বিধাননগর মহকুমা আদালতে শতদ্রু দত্তকে পেশ করা হয়।এদিন ডানহাতে গীতা নিয়ে শতদ্রু দত্ত প্রবেশ করেন আদালত চত্বরে।
সরকারি আইনজীবী বিভাষ চ্যাটার্জী সওয়াল করেন, হাইকোর্টে মামলা উঠেছিল। চিফ জাস্টিস-এর অর্ডার এ তদন্ত চলছে। তদন্ত একবারে প্রাথমিক পর্যায়ে। এই ধরণের মামলায় ১০ বছরের সাজা হতে পারে। তিনি আরও জানান, ৩৪৫৭৬ টি টিকিট কাটা হয়েছিল। প্রায় ১৯কোটি টাকার বিনিময়ে। ২ কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। শতদ্রু প্রভাবশালী ব্যক্তি। তাঁকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। মেসির বিমানে উঠে গিয়েছিলেন শতদ্রু। এমন ব্যক্তি জামিন পেলে তদন্তে ক্ষতি। মেডিকেল সমস্যা যা আছে সবই দেখা হবে।
advertisement
advertisement
তিনি আরও প্রশ্ন করেন, মেসিকে নিয়ে এত বড় অনুষ্ঠান করতে পারেন যিনি, তিনি কত বড় প্রভাবশালী তা বলার অপেক্ষা রাখে না। তদন্ত অনেক অগ্রগতি হয়েছে। ফুটবল মাঠে খাবার দাবার নিষেধ করা হয়েছিল। ১২ ডিসেম্বর সরকারের সঙ্গে এগ্রিমেন্ট করলেও নভেম্বর মাসে খাওয়া দাওয়া নিয়ে এগ্রিমেন্ট করেছেন। উদ্দেশ্য কী বলা মুশকিল!
আরও পড়ুন- গম্ভীরের আমলে এবার বাদ আরও এক মহাতারকা! নিউজিল্যান্ড সিরিজেই বড় বদল? নতুন বছরে বিরাট চমক!
আইনজীবী আরও বলেন, ২১জনের বয়ান রেকর্ড করা হয়েছে এখনও পর্যন্ত। এই মামলায় যা যা ধারা আছে ১০ বছরের সাজা হতে পারে। আরও ১৪ দিনের জেল হেফাজত হল শতদ্রুর। পরবর্তী শুনানি ৯ জানুয়ারি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2025 2:47 PM IST







