Virat Kohli: নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোহলির সামনে ২টি বড় রেকর্ড গড়ার সুযোগ, দরকার মাত্র ৪২ রান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং এরপর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং এরপর বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০২৬ সালের ১১ জানুয়ারি থেকে। বছরের প্রথম আন্তর্জাতিক সিরিজেই বিরাটের সামনে রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ।
advertisement
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাত্র ৪২ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসবেন বিরাট কোহলি। এই কৃতিত্বের মাধ্যমে তিনি টপকে যাবেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমারা সাঙ্গাকারাকে, যিনি ২৮,০১৬ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বর্তমানে কোহলির মোট রান ২৭,৯৭৫।
advertisement
এই ৪২ রানই বিরাটকে পৌঁছে দেবে আরও একটি বিশেষ ক্লাবে। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ২৮,০০০ রানের গণ্ডি পার করা দ্বিতীয় ভারতীয় এবং বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার হবেন। এর আগে শুধুমাত্র সচিন তেন্ডুলকর এবং কুমারা সাঙ্গাকারাই এই কীর্তি গড়তে পেরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড অবশ্য এখনও সচিনের দখলেই।
advertisement
advertisement







