Indian Railways: নতুন বছরের প্রথম সপ্তাহেই একগুচ্ছ ট্রেন বাতিল! আদ্রা ডিভিশনের যাত্রীরা জানুন
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Indian Railways: নতুন বছরের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন ট্রেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে রাখা হয়েছে 'রোলিং ব্লক'।
নতুন বছরের শুরুতেই চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন ট্রেন যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলবে। এর জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত রুটে চলবে। পাশাপাশি, বহু ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলার সম্ভাবনাও রয়েছে।রেলওয়েতে গ্রুপ D পদে ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের শর্ট নোটিফিকেশন ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এবার নতুন নোটিফিকেশন জারি করে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।প্রার্থীরা ২১ জানুয়ারি ২০২৫ থেকে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
advertisement
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ ডিসেম্বর সোমবার থেকে ৪ জানুয়ারি রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ কার্যকর থাকবে। এই সময়কালে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়বে বলে জানান হয়েছে। ফলে বছরের শুরুতেই যাত্রীদের উল্লেখযোগ্য দুর্ভোগের সম্মুখীন হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিলম্বে যাত্রাপথ। আগামী ৩০ ডিসেম্বর বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। আগামী ৪ জানুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। আগামী ২৯ ডিসেম্বর ও ৩ জানুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে ধানবাদ-বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে।বৈষ্ণব আরও বলেন, “নতুন তারিখে যে নিশ্চিত ট্রেন টিকিট পাওয়া যাবেই তার কোনও নিশ্চয়তা এখনও নেই। কারণ এটি কতগুলি আসন উপলব্ধ রয়েছে তার উপর নির্ভর করে। নতুন টিকিট যদি আগেরটির চেয়ে বেশি দামি হয় তবে যাত্রীদেরও বেশি টাকা দিতে হবে।”
advertisement
রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে নিয়মিত যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন এক বড়সড় সমস্যা সৃষ্টি করতে চলেছে। এর ফলে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী এবং সাধারণ যাত্রীদের দৈনন্দিন রুটিন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।







