Kolkata News: একটু আগে দেখেছিলেন সকলে, ফ্ল্যাটে ঢুকেই সব শেষ করলেন বাগুইআটির ব্যক্তি! নেপথ্যে স্ত্রী?
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: ফের অস্বাভাবিক মৃত্যু। বাগুইআটির বাসিন্দা, পেশায় অপথার্মলোজিস্টের ঝুলন্ত দেহ উদ্ধার ফ্ল্যাটে।
#কলকাতা: ফের অস্বাভাবিক মৃত্যু। এবার বাগুইআটির অশ্বিনী নগর। মৃতের নাম সদানন্দ দাস, বয়স একান্ন বছর। পেশায় অপথার্মলজিস্ট। শনিবার রাত ন' টার কিছু পরে বাগুইআটির নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় সদানন্দবাবুর ঝুলন্ত দেহ। ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিশ।
তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই আত্মঘাতী হয়ে থাকতে পারেন সদানন্দ দাস নামের ওই ব্যাক্তি।
সদানন্দ দাস তাঁর স্ত্রী এবং বছর সাড়ে ছয়ের এক পুত্র নিয়ে থাকতেন বাগুইআটির অশ্বিনী নগরের ফ্ল্যাটে। পেশায় অপথার্মলজিস্ট সদানন্দ বাবুর একটি চশমার দোকান আছে ওই এলাকাতেই। এমনিতে হাসি খুশি মানুষ হলেও, প্রতিবেশীদের দাবি পরিবারে স্ত্রী মহুয়া লায়েক দাসের সঙ্গে ছিল নিত্য কলহ। সদানন্দ দাসের স্ত্রীর সঙ্গে প্রায়শই লেগে থাকত অশান্তি।
advertisement
advertisement
তার জেরেই কি আত্মহত্যার পথ বেছে নিলেন পেশায় অপথার্মলজিস্ট সদানন্দ দাস? এ বিষয়ে মৃত সদানন্দ বাবুর এক প্রতিবেশী জানান, শনিবার রাত ন'টার কিছু আগে দেখা হয়েছিল সদানন্দ বাবুর সঙ্গে। এর কিছুক্ষণ পর ফ্ল্যাটে বেশ জোড়ে কিছুর শব্দ পাই, যেন দরজা ভাঙা হচ্ছে। খানিকক্ষণ পর সাড়ে ছয় বছর বয়সী ছেলে কাঁদতে কাঁদতে বাইরে বেড়িয়ে আসে ফ্ল্যাট থেকে। তখনই জানতে পারা যায় এরকম মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গিয়েছে।
advertisement
তারপর খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সদানন্দ দাসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। প্রতিবেশীরা আরও জানান, নিত্য কলহ লেগেই থাকত স্বামী সদানন্দ এবং স্ত্রী মহুয়ার মধ্যে। সেই ঘটনারই এই পরিণতি কি না! সে বিষয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেননি তাঁরা। তবে তদন্তে নেমে বাগুইআটির থানার পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। রবিবার দেহের ময়না তদন্ত করা হবে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রয়োজনে মৃত সদানন্দ দাসের স্ত্রী মহুয়া লায়েক দাসকেও জিজ্ঞেসাবাদ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
advertisement
---ওঙ্কার সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2022 9:10 AM IST