Real Madrid beat Liverpool: ৩৬ মিনিট দেরিতে শুরু! চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বেনজির ঘটনা, কারণ শুনলে চমকে উঠবেন

Last Updated:

Real Madrid beat Liverpool: চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ শুরু হল ৩৬ মিনিট দেরিতে। যা বিশ্ব ফুটবলে নজিরবিহীন।

৩৬ মিনিট দেরিতে শুরু ফাইনাল
৩৬ মিনিট দেরিতে শুরু ফাইনাল
#প্যারিস: ভারতীয় সময় রাত ১২.৩০টায় লিভারপুল ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু সমর্থকদের মাঠে ঢোকা নিয়ে জটিলতায় প্রথমে ১৫ মিনিট দেরিতে ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে উয়েফা আবার বিবৃতিতে জানায়, ম্যাচ শুরু করতে আরও দেরি হবে। শেষমেশ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ শুরু হল ৩৬ মিনিট দেরিতে। যা বিশ্ব ফুটবলে নজিরবিহীন।
উয়েফার বিবৃতিতে প্রথমে সমর্থকদের মাঠে ঢোকায় দেরির কথা বলা হলেও পরে বিবৃতি বদলে লেখা হয়, 'নিরাপত্তাজনিত কারণে' ম্যাচ শুরু হতে দেরি হবে। যদিও ঠিক কত সময় পর এই ম্যাচ শুরু করা যাবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেই সময় গিয়ে দাঁড়ায় ৩৬ মিনিটে।
advertisement
advertisement
তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। শেষবার কিয়েভে এই দুই দলের ফাইনালে অলরেডদের হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবারও ঘটল তাই। সারা ম্যাচ দাপিয়ে খেললেও রিয়ালের কাছে ১-০ গোলে হেরে গেল লিভারপুল।
advertisement
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে রিয়ালই যে সেরা দল, তা আরও একবার প্রমাণ করল তারা। কারণ এই লিগে দ্বিতীয় শীর্ষে থাকা এসি মিলান ৭টি শিরোপা জিতেছে। আর লা গ্যালাকটিকোরা ২০১৮ সালের পর ফের ট্রফির স্বাদ পেল। এর আগে ১৯৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬৬ (ইউরোপিয়ান কাপ), ৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬ ও ২০১৮ (চ্যাম্পিয়নস লিগ নাম করণের পর) জিতেছিল। অপরদিকে ২০১৯ সালের পর সপ্তম শিরোপা জেতা হল না লিভারপুলের।
advertisement
এদিন দর্শক-সমর্থকদের মাঠের বাইরের বিশৃঙ্খলার কারণে ৩৬ মিনিট পর ম্যাচটি শুরু হয়। তবে ম্যাচে ভিনি গোল দিলেও জয়ের মূল নায়ক রিয়ালের গোলরক্ষক কুর্তোয়া। কারণ তাঁর ৯টি সেভই বদলে দেয় ম্যাচের রং।
বাংলা খবর/ খবর/খেলা/
Real Madrid beat Liverpool: ৩৬ মিনিট দেরিতে শুরু! চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বেনজির ঘটনা, কারণ শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement