Babul Supriyo: বুধে নতুন ইনিংস বাবুলের, জট কাটিয়ে আগামিকালই শপথ নেবেন বালিগঞ্জের বিধায়ক

Last Updated:

গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল৷ কিন্তু রাজ্যপাল শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠানোয় বাবুল বিধায়ক হওয়া আটকে থাকে৷

বুধবার বিধায়ক পদে শপথ বাবুলের৷
বুধবার বিধায়ক পদে শপথ বাবুলের৷
গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল৷ কিন্তু রাজ্যপাল শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠানোয় বাবুল বিধায়ক হওয়া আটকে থাকে৷ শেষ পর্যন্ত উপনির্বাচনে জয়ের প্রায় ২৫ দিন পর শপথ নিতে চলেছেন বালিগঞ্জ উপনির্বচনে জয়ী প্রার্থী৷
advertisement
advertisement
এর আগে বাবুলের শপথগ্রহণ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেওয়ার জন্য পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পাঠানো হয়৷ কিন্তু বেশ কয়েকটি তথ্য চেয়ে সেই ফাইল ফেরত পাঠিয়ে দেন তিনি৷ পুনরায় ফাইল পাঠানো হলে স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায়ের বদলে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দেন রাজ্যপাল৷
কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দফতরকে জানান, তিনি শপথ বাক্য পাঠ করাতে অক্ষম৷ ডেপুটি স্পিকার হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করালে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে, এই যুক্তি দেখিয়েই বেঁকে বসেছিলেন আশিসবাবু৷ যদিও এবার তিনি রাজ্যপালের নির্দেশ মতো শপথবাক্য পাঠ করাতে রাজি হয়েছেন৷ ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তাঁর সামনেই বুধবার বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: বুধে নতুন ইনিংস বাবুলের, জট কাটিয়ে আগামিকালই শপথ নেবেন বালিগঞ্জের বিধায়ক
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement