Babul Supriyo: বুধে নতুন ইনিংস বাবুলের, জট কাটিয়ে আগামিকালই শপথ নেবেন বালিগঞ্জের বিধায়ক

Last Updated:

গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল৷ কিন্তু রাজ্যপাল শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠানোয় বাবুল বিধায়ক হওয়া আটকে থাকে৷

বুধবার বিধায়ক পদে শপথ বাবুলের৷
বুধবার বিধায়ক পদে শপথ বাবুলের৷
গত ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছিল৷ কিন্তু রাজ্যপাল শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠানোয় বাবুল বিধায়ক হওয়া আটকে থাকে৷ শেষ পর্যন্ত উপনির্বাচনে জয়ের প্রায় ২৫ দিন পর শপথ নিতে চলেছেন বালিগঞ্জ উপনির্বচনে জয়ী প্রার্থী৷
advertisement
advertisement
এর আগে বাবুলের শপথগ্রহণ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেওয়ার জন্য পরিষদীয় দফতরের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পাঠানো হয়৷ কিন্তু বেশ কয়েকটি তথ্য চেয়ে সেই ফাইল ফেরত পাঠিয়ে দেন তিনি৷ পুনরায় ফাইল পাঠানো হলে স্পিকার বিমান বন্দ্যেপাধ্যায়ের বদলে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানোর অনুমতি দেন রাজ্যপাল৷
কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দফতরকে জানান, তিনি শপথ বাক্য পাঠ করাতে অক্ষম৷ ডেপুটি স্পিকার হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করালে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অসম্মান হবে, এই যুক্তি দেখিয়েই বেঁকে বসেছিলেন আশিসবাবু৷ যদিও এবার তিনি রাজ্যপালের নির্দেশ মতো শপথবাক্য পাঠ করাতে রাজি হয়েছেন৷ ফলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও তাঁর সামনেই বুধবার বাবুল সুপ্রিয়কে শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: বুধে নতুন ইনিংস বাবুলের, জট কাটিয়ে আগামিকালই শপথ নেবেন বালিগঞ্জের বিধায়ক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement